থার্ড ইয়ারের প্রথম দিকের কথা ফার্মাকোলজি লেকচার নিচ্ছিলেন এক ম্যাডাম , টপিক ছিল সিডেটিভ এন্ড হিপনোটিকস মরফিন এর কথায় যখন আসলেন তখন পেছন থ...
থার্ড ইয়ারের প্রথম দিকের কথা
ফার্মাকোলজি লেকচার নিচ্ছিলেন এক ম্যাডাম , টপিক ছিল সিডেটিভ এন্ড হিপনোটিকস
মরফিন এর কথায় যখন আসলেন তখন পেছন থেকে এক বান্দর বলে উঠল "ইয়াবা" ,
বলে রাখি সেসময় ইয়াবা নতুন নতুন এসেছে , এবং পত্রপত্রিকায়ও বেশ রংবেরং এর খবর আসত ;
তো ইয়াবা বলার সাথে সাথে ক্লাস একদম থমথমে হয়ে গেল , কিছুক্ষণ পর ম্যাডাম বলে উঠলেন - কে বলল এইটা ? উঠে দাঁড়াও , আমি দেখতে চাই তাকে ;
খুব স্বাভাবিকভাবেই দাঁড়ায়নি কেউ , কারণ এত বড় বুকের পাটা নিয়ে কেউ জন্মায়নি
এরপর ম্যাডাম অসভ্য বেয়াদব বলে টলে যে চলে গেলেন , এরপর আর কোনদিন আমাদের ক্লাস নেননি ;
ফোর্থ ইয়ারের শেষের দিক , রিভিউ ক্লাস ফার্মাকোলজি , টপিক - সিডেটিভ এন্ড হিপনোটিকস
স্যার মরফিন পড়াচ্ছিলেন
বলে রাখি , চার্লস ডারউইনকে কলা দেখিয়ে কিছু বান্দর কিন্তু আজীবন বান্দর থেকে যায় ;
সেই একই বান্দর পেছন থেকে বলে উঠল "ইয়াবা"
প্রমাদ গুণলাম , এইটাও বুঝি গেল
স্যার কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন - এক্সাক্টলি ইয়াবা ;
এরপর স্যার বিস্তারিত ভাবে ইয়াবা সম্পর্কে বলতে শুরু করলেন - এর সোর্স , এর জেনেরিক নেইম , মেকানিজম অব একশন , একটিং রিসেপ্টর , ইফেক্ট , ইউজ .....
আমরা মন্ত্রমুগ্ধের মত শুনতে লাগলাম
এবং সেদিন ওই স্যারের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল বহুগুণ
একটা জিনিস সেদিন উপলব্ধি করেছিলাম -
Problems were same , but your attitude makes you smart...
===============
ফার্মাকোলজি লেকচার নিচ্ছিলেন এক ম্যাডাম , টপিক ছিল সিডেটিভ এন্ড হিপনোটিকস
মরফিন এর কথায় যখন আসলেন তখন পেছন থেকে এক বান্দর বলে উঠল "ইয়াবা" ,
বলে রাখি সেসময় ইয়াবা নতুন নতুন এসেছে , এবং পত্রপত্রিকায়ও বেশ রংবেরং এর খবর আসত ;
তো ইয়াবা বলার সাথে সাথে ক্লাস একদম থমথমে হয়ে গেল , কিছুক্ষণ পর ম্যাডাম বলে উঠলেন - কে বলল এইটা ? উঠে দাঁড়াও , আমি দেখতে চাই তাকে ;
খুব স্বাভাবিকভাবেই দাঁড়ায়নি কেউ , কারণ এত বড় বুকের পাটা নিয়ে কেউ জন্মায়নি
এরপর ম্যাডাম অসভ্য বেয়াদব বলে টলে যে চলে গেলেন , এরপর আর কোনদিন আমাদের ক্লাস নেননি ;
ফোর্থ ইয়ারের শেষের দিক , রিভিউ ক্লাস ফার্মাকোলজি , টপিক - সিডেটিভ এন্ড হিপনোটিকস
স্যার মরফিন পড়াচ্ছিলেন
বলে রাখি , চার্লস ডারউইনকে কলা দেখিয়ে কিছু বান্দর কিন্তু আজীবন বান্দর থেকে যায় ;
সেই একই বান্দর পেছন থেকে বলে উঠল "ইয়াবা"
প্রমাদ গুণলাম , এইটাও বুঝি গেল
স্যার কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন - এক্সাক্টলি ইয়াবা ;
এরপর স্যার বিস্তারিত ভাবে ইয়াবা সম্পর্কে বলতে শুরু করলেন - এর সোর্স , এর জেনেরিক নেইম , মেকানিজম অব একশন , একটিং রিসেপ্টর , ইফেক্ট , ইউজ .....
আমরা মন্ত্রমুগ্ধের মত শুনতে লাগলাম
এবং সেদিন ওই স্যারের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল বহুগুণ
একটা জিনিস সেদিন উপলব্ধি করেছিলাম -
Problems were same , but your attitude makes you smart...
===============