চমেক হাসপাতালের গাঈনীতে আমাদের ইউনিটের এডমিশন চলছে,আমি রিসিভিং eর ডিউটিতে বসে আছি :D এক পেসেন্ট এসেছে ৩৪ উইক্স অফ প্রেগ্নেনসি নিয়ে। সাম...
চমেক হাসপাতালের গাঈনীতে আমাদের ইউনিটের এডমিশন চলছে,আমি রিসিভিং eর ডিউটিতে বসে আছি :D
এক পেসেন্ট এসেছে ৩৪ উইক্স অফ প্রেগ্নেনসি নিয়ে।
সামনে বসে থাকা এটেন্ডেন্টকে বললাম,
২৪ ঘন্টা চালু থাকে, এমন কোন গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিন ।
এটেন্ডেন্ট মাসী বলে ডাক দিয়ে,
মাসীর নাম্বার দিতে বললেন ।
আমি তো অবাক! :D
মাসী!
বললাম মাসীর নাম্বার কেন?
উনি মাসীর কি হয়?:P
এটেন্ডেন্ট বললো,
মাসীর মেয়ে ।
একথা শুনার সাথে সাথে,
আমিও ওয়ার্ডের মাসীকে ডাক দিলাম,
মাসী হাজির!
জিজ্ঞেস করলাম এটা কি আপনার মেয়ে?
মাসী উত্তর দিলো,
না তো স্যার! আমার মেয়ে হলে তো আমি সাথেই থাকতাম ।
পেশেন্ট এর এটেন্ডেন্ট যে আপনার মেয়ে বলে আপনার নাম্বার দিচ্ছিলো।
দরজা খুলো রোগীর এটেন্ডেন্ট তার খালা (মাসী) কে নিয়ে আসলেন নাম্বার দিতে ।
আমি আর তন্ময় হাসতে হাসতে শেষ ।
ওয়ার্ডে এত মাসী থাকতে, এই মাসী কোথা থেকে এলো! !
জেনে রাখা ভালো,
ওয়ার্ডে এম এল এস এস কিংবা আয়া হিসেবে কাজ করেন যারা,
তাদেরকে ডাক্তারেরা মাসী বলে ডেকে থাকেন ।
যদিও,
মাসী আর খালা একই শব্দ !
তবুও অবস্থানভেদে এর প্রয়োগ জেনে রাখা ভালো ।
বিশেষ করে সরকারী হাসপাতালে।
.....
ও হে ভুলেই গিয়েছিলাম আজকে আমার অফিশিয়াল জন্মদিন,
এই জন্মদিনে,
রাত ২ টায় একটা বাচ্চার ডেলিভারী করলাম।
আমাকে ইউশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ । যদিও সবার মেসেজে আমি থানক্স বলে রিপ্লে দিতে পারি নাই, আম এম রিয়েলি সরি ...
কারণ, ভোর ৬ টা পর্যন্ত লেবার রুমে ডেলিভারীতে রাত কাটিয়েছি ।
ফেসবুক লিংক - http://fb.com/DrREAL
এক পেসেন্ট এসেছে ৩৪ উইক্স অফ প্রেগ্নেনসি নিয়ে।
সামনে বসে থাকা এটেন্ডেন্টকে বললাম,
২৪ ঘন্টা চালু থাকে, এমন কোন গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিন ।
এটেন্ডেন্ট মাসী বলে ডাক দিয়ে,
মাসীর নাম্বার দিতে বললেন ।
আমি তো অবাক! :D
মাসী!
বললাম মাসীর নাম্বার কেন?
উনি মাসীর কি হয়?:P
এটেন্ডেন্ট বললো,
মাসীর মেয়ে ।
একথা শুনার সাথে সাথে,
আমিও ওয়ার্ডের মাসীকে ডাক দিলাম,
মাসী হাজির!
জিজ্ঞেস করলাম এটা কি আপনার মেয়ে?
মাসী উত্তর দিলো,
না তো স্যার! আমার মেয়ে হলে তো আমি সাথেই থাকতাম ।
পেশেন্ট এর এটেন্ডেন্ট যে আপনার মেয়ে বলে আপনার নাম্বার দিচ্ছিলো।
দরজা খুলো রোগীর এটেন্ডেন্ট তার খালা (মাসী) কে নিয়ে আসলেন নাম্বার দিতে ।
আমি আর তন্ময় হাসতে হাসতে শেষ ।
ওয়ার্ডে এত মাসী থাকতে, এই মাসী কোথা থেকে এলো! !
জেনে রাখা ভালো,
ওয়ার্ডে এম এল এস এস কিংবা আয়া হিসেবে কাজ করেন যারা,
তাদেরকে ডাক্তারেরা মাসী বলে ডেকে থাকেন ।
যদিও,
মাসী আর খালা একই শব্দ !
তবুও অবস্থানভেদে এর প্রয়োগ জেনে রাখা ভালো ।
বিশেষ করে সরকারী হাসপাতালে।
.....
ও হে ভুলেই গিয়েছিলাম আজকে আমার অফিশিয়াল জন্মদিন,
এই জন্মদিনে,
রাত ২ টায় একটা বাচ্চার ডেলিভারী করলাম।
আমাকে ইউশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ । যদিও সবার মেসেজে আমি থানক্স বলে রিপ্লে দিতে পারি নাই, আম এম রিয়েলি সরি ...
কারণ, ভোর ৬ টা পর্যন্ত লেবার রুমে ডেলিভারীতে রাত কাটিয়েছি ।
লেখা - ডাঃ স্বাধীন
-----
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
-ডাঃ স্বাধীনফেসবুক লিংক - http://fb.com/DrREAL