বাংলাদেশের রোগীরা ডাক্তারকে কখনো বিশ্বাস করে না। ডাক্তার যদি তরুন হয়; এ ছোকরা কী পারবে? ডাক্তার যদি বয়স্ক হোন; উনি কী আধুনিক চিকিত্সা স...
বাংলাদেশের রোগীরা ডাক্তারকে কখনো বিশ্বাস করে না।
ডাক্তার যদি তরুন হয়; এ ছোকরা কী পারবে?
ডাক্তার যদি বয়স্ক হোন; উনি কী আধুনিক চিকিত্সা সম্পর্কে জানেন?
ডাক্তার যদি ভদ্র ভিজিট নেন; ব্যটা কসাই!
ডাক্তার যদি কম ভিজিট নেন; ডাক্তারের মনে হয় রোগী কম।
ডাক্তার যদি কম ঔষধ দেন; উনি কী ভাল করে দেখেছেন?
ডাক্তার যদি বইএর মত প্রেসক্রিপসন করেন; রোগী এন্টিবায়োটিক বাদ দিয়ে ভিটামিন কিনে বাড়ি যান।
ডাক্তার যদি টেস্ট কম দেন; ডাক্তারসাব কী কিছু ভুলে গেলেন?
ডাক্তার যদি ইনভেস্টিগেসন বেশি দেন; নিশ্চই কমিশন আছে!
ডাক্তার যদি দ্রুত দেখেন; বেশি কমার্শিয়াল।
ডাক্তার যদি সময় নিয়ে দেখেন; একেবারেই আনকোরা।
রোগী যদি বেচে যায়; সবি আল্লার ইচ্ছা।
রোগী মারা গেলে, ডাক্তারের ব্যর্থতা।
রোগীরা সবাই তাত্ত্বিক। সবার আলাদা আলাদা ভিউ আছে। দেশে এখন রোগীর চেয়ে ডাক্তার বেশি, তবে জ্ঞানী ডাক্তারের চেয়ে জ্ঞানী রোগী বেশি!
~collected~
ফেসবুক লিংক - http://fb.com/DrREAL
ডাক্তার যদি তরুন হয়; এ ছোকরা কী পারবে?
ডাক্তার যদি বয়স্ক হোন; উনি কী আধুনিক চিকিত্সা সম্পর্কে জানেন?
ডাক্তার যদি ভদ্র ভিজিট নেন; ব্যটা কসাই!
ডাক্তার যদি কম ভিজিট নেন; ডাক্তারের মনে হয় রোগী কম।
ডাক্তার যদি কম ঔষধ দেন; উনি কী ভাল করে দেখেছেন?
ডাক্তার যদি বইএর মত প্রেসক্রিপসন করেন; রোগী এন্টিবায়োটিক বাদ দিয়ে ভিটামিন কিনে বাড়ি যান।
ডাক্তার যদি টেস্ট কম দেন; ডাক্তারসাব কী কিছু ভুলে গেলেন?
ডাক্তার যদি ইনভেস্টিগেসন বেশি দেন; নিশ্চই কমিশন আছে!
ডাক্তার যদি দ্রুত দেখেন; বেশি কমার্শিয়াল।
ডাক্তার যদি সময় নিয়ে দেখেন; একেবারেই আনকোরা।
রোগী যদি বেচে যায়; সবি আল্লার ইচ্ছা।
রোগী মারা গেলে, ডাক্তারের ব্যর্থতা।
রোগীরা সবাই তাত্ত্বিক। সবার আলাদা আলাদা ভিউ আছে। দেশে এখন রোগীর চেয়ে ডাক্তার বেশি, তবে জ্ঞানী ডাক্তারের চেয়ে জ্ঞানী রোগী বেশি!
~collected~
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
-ডাঃ স্বাধীনফেসবুক লিংক - http://fb.com/DrREAL