নবীন চিকিতসকের অনুরোধে ঈদের পূর্বেই এক্সিডেন্টের রোগীর অপারেশন করলেন প্রফেসর। একজন মটর বাইক আরোহী রোগী এক্সিডেন্টের শিকার হয়ে হাসপাতালে ভ...
নবীন চিকিতসকের অনুরোধে ঈদের পূর্বেই এক্সিডেন্টের রোগীর অপারেশন করলেন প্রফেসর।
একজন মটর বাইক আরোহী রোগী এক্সিডেন্টের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নবীন চিকিতসকের দেয়া এক্স -রে রিপোর্ট অনুযায়ী তার ফিমার বোনের শ্যাফটে বড় ফ্রেকচার ধরা পড়ে ।
এছাড়া তার পায়ে ক্রাশ ইনজুরী ও হাটুতে ল্যাচারেশন হয়েছে ।
রোগীর এটেনডেন্টরা ,
নবীন চিকিতসক কে আকুতি জানালেন,
তিনি যেন নিজ হাতে পায়ের কাটা স্থানগুলো সেলাই করেন।
নবী চিকিতসক তার ইঞ্জুরী গুলো মিনি ও টি তে রিপেয়ার করে সারফেস ট্রাকশান দিয়ে রাখলেন।
রোগী যখন বললেন,
" সেলাই করার সময় একটু ব্যাথা পান নি "
তখন রোগীর প্রতি নবীন চিকিতসকের একটু বেশিই সিম্পেথি জমে যায়।
তাই, চিকিতসক রোগীর এটেন্ডেন্ট কে আস্বস্ত করলেন,
যে করেই হউক তার ফিমারের বড় অপারেশন টি প্রফেসরের মাধ্যমে করিয়ে দিবেন।
এতে রোগীর একাধিক এটেন্ডেন্ট সন্তুষ্ট হয়ে, রোগীকে অর্থো সসার্জারী ওয়ার্ডে ভর্তি করান ।
পরের দিন ছিলো ঈদের আগে প্রফেসরদের অপারেশনের শেষ দিন ।
অপারেশনের সিডিউলে,
একাধিক ইমার্জেন্সী রোগী থাকায়
পরের দিন তার অপারেশন করা হলো না।
এরই মধ্যে তার কয়েকজন এটেন্ডেন্ট বাহিরে অপারেশনের জন্য খোজ -
খবর নিতে থাকেন ।
হতাশ হয়ে এটেন্ডেন্টরা নবীন চিকিতসকের উপর দায়িত্ব ছেড়ে দিলেন।
অন্যদিকে নবীন চিকিতসক তোড় জোড় চেষ্টা করলেন,
তার অপারেশন যাতে বিনামূল্য হাসপাতালে করিয়ে দেয়া যায় ।
সিডিউল অপারেশনের পরের দিন
সকাল বেলা রাউন্ডের সময়,
প্রফেসরকে নবীন চিকিতসক তার আত্নীয় বলে ,
তাড়াতাড়ি অপারেশন করার জন্য অনুরোধ জানান।
প্রফেসর, বিকেলে অপারেশন করবে বলে আস্বস্ত করলেন ।
এই, খবর শুনে রোগী ও রোগীর এটেন্ডেন্ট খুশি হয়ে নবীন চিকিতসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন।
বিকেলে অপারেশন সাকসেসফুল হলো,
পরের দিন রাউন্ডে রোগীর এটেন্ডেন্ট,
নবীন চিকিতসককে
যখন বললেন
" আপনার একান্ত প্রচেষ্টার জন্য ঈদের আগেই আমাদের রোগীর অপারেশন হলো।
আমরা আপনার ঋন শোধ করতে পারবো না ।"
একথা শুনে নবীন চিকিতসক তাদের আবারো আস্বস্থ করে বললেন।
" এটা তো আমার দায়িত্ব ছিলো ।
ঋন শোধের কোনো বিষয় নয় "
--------
লেখা - ডাঃ স্বাধীন
-----
ফেসবুক লিংক - http://fb.com/DrREAL
একজন মটর বাইক আরোহী রোগী এক্সিডেন্টের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নবীন চিকিতসকের দেয়া এক্স -রে রিপোর্ট অনুযায়ী তার ফিমার বোনের শ্যাফটে বড় ফ্রেকচার ধরা পড়ে ।
এছাড়া তার পায়ে ক্রাশ ইনজুরী ও হাটুতে ল্যাচারেশন হয়েছে ।
রোগীর এটেনডেন্টরা ,
নবীন চিকিতসক কে আকুতি জানালেন,
তিনি যেন নিজ হাতে পায়ের কাটা স্থানগুলো সেলাই করেন।
নবী চিকিতসক তার ইঞ্জুরী গুলো মিনি ও টি তে রিপেয়ার করে সারফেস ট্রাকশান দিয়ে রাখলেন।
রোগী যখন বললেন,
" সেলাই করার সময় একটু ব্যাথা পান নি "
তখন রোগীর প্রতি নবীন চিকিতসকের একটু বেশিই সিম্পেথি জমে যায়।
তাই, চিকিতসক রোগীর এটেন্ডেন্ট কে আস্বস্ত করলেন,
যে করেই হউক তার ফিমারের বড় অপারেশন টি প্রফেসরের মাধ্যমে করিয়ে দিবেন।
এতে রোগীর একাধিক এটেন্ডেন্ট সন্তুষ্ট হয়ে, রোগীকে অর্থো সসার্জারী ওয়ার্ডে ভর্তি করান ।
পরের দিন ছিলো ঈদের আগে প্রফেসরদের অপারেশনের শেষ দিন ।
অপারেশনের সিডিউলে,
একাধিক ইমার্জেন্সী রোগী থাকায়
পরের দিন তার অপারেশন করা হলো না।
এরই মধ্যে তার কয়েকজন এটেন্ডেন্ট বাহিরে অপারেশনের জন্য খোজ -
খবর নিতে থাকেন ।
হতাশ হয়ে এটেন্ডেন্টরা নবীন চিকিতসকের উপর দায়িত্ব ছেড়ে দিলেন।
অন্যদিকে নবীন চিকিতসক তোড় জোড় চেষ্টা করলেন,
তার অপারেশন যাতে বিনামূল্য হাসপাতালে করিয়ে দেয়া যায় ।
সিডিউল অপারেশনের পরের দিন
সকাল বেলা রাউন্ডের সময়,
প্রফেসরকে নবীন চিকিতসক তার আত্নীয় বলে ,
তাড়াতাড়ি অপারেশন করার জন্য অনুরোধ জানান।
প্রফেসর, বিকেলে অপারেশন করবে বলে আস্বস্ত করলেন ।
এই, খবর শুনে রোগী ও রোগীর এটেন্ডেন্ট খুশি হয়ে নবীন চিকিতসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন।
বিকেলে অপারেশন সাকসেসফুল হলো,
পরের দিন রাউন্ডে রোগীর এটেন্ডেন্ট,
নবীন চিকিতসককে
যখন বললেন
" আপনার একান্ত প্রচেষ্টার জন্য ঈদের আগেই আমাদের রোগীর অপারেশন হলো।
আমরা আপনার ঋন শোধ করতে পারবো না ।"
একথা শুনে নবীন চিকিতসক তাদের আবারো আস্বস্থ করে বললেন।
" এটা তো আমার দায়িত্ব ছিলো ।
ঋন শোধের কোনো বিষয় নয় "
--------
লেখা - ডাঃ স্বাধীন
-----
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
-ডাঃ স্বাধীনফেসবুক লিংক - http://fb.com/DrREAL