একটি ভালো বই একশ জন বন্ধুর সমান । কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান । বাক্যটি আমার না - বিজ্ঞানী ডক্টর এ.পি.জে আব্দুল কালাম ...
একটি ভালো বই একশ জন বন্ধুর সমান ।
কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান ।
বাক্যটি আমার না - বিজ্ঞানী ডক্টর এ.পি.জে আব্দুল কালাম এর ।
অনেক ভেবে চিনতে দেখেছি ,
জীবনের প্রতিটি ক্ষেত্রে কথাটি চরম সত্য ।
মেডিকেলীয় ব্যাখ্যা উপস্থাপন করলাম এইভাবে ।
ধরেন ,
আপনি মেডিসিন কিংবা সার্জারী ওয়ার্ড ফাইনাল দিবেন কয়েকদিন পর ।
দুর্ভাগ্যক্রমে আপনি নিয়মিত ওয়ার্ড ক্লাস করতে পারেন নাই ।
কিন্তু ,আপনার কাছে বই ও আছে বন্ধু ও আছে ।
এমন সময় আপনার সহপাঠী ভালো বন্ধুটি ,
আপনার কাছে একদিকে শিক্ষক ও
অন্য দিকে লাইব্রেরীর ন্যায় ভূমিকা পালন করতে পারে ।
কিভাবে ??
ওয়ার্ডের, ক্লিনিক্যাল সব এক্সামিনেশন পাঠ্য বইয়ে নাও থাকতে পারে ,
কিংবা স্যারে যেভাবে দেখিয়েছেন সেভাবে বইয়ে নাই ।
এমতাবস্থায়,
পরীক্ষার জন্য আপনার সহপাঠী বন্ধুর কাছ থেকে
স্যারে ওয়ার্ডে কি কি পড়িয়েছে ?
কোন কোন বই থেকে পড়তে বলেছেন ?
কি কি এক্সামিনেশন দেখিয়েছেন,
কিভাবে দেখিয়েছেন সব জেনে নিতে পারেন ।
বন্ধু তোকে মিস করছি ভীষণ ...
আপনি করছেন কি ??
02.07.14
লেখা - ডাঃ স্বাধীন
ফেসবুক লিঙ্ক - http://fb.com/DrReal
-------------------------------সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
মেডিকেলীয় আড্ডা
মেডিকেল প্রতিদিন -বিনোদন সারদিন
ফেসবুক লিংক - http://fb.com/DrREAL
কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান ।
বাক্যটি আমার না - বিজ্ঞানী ডক্টর এ.পি.জে আব্দুল কালাম এর ।
অনেক ভেবে চিনতে দেখেছি ,
জীবনের প্রতিটি ক্ষেত্রে কথাটি চরম সত্য ।
মেডিকেলীয় ব্যাখ্যা উপস্থাপন করলাম এইভাবে ।
ধরেন ,
আপনি মেডিসিন কিংবা সার্জারী ওয়ার্ড ফাইনাল দিবেন কয়েকদিন পর ।
দুর্ভাগ্যক্রমে আপনি নিয়মিত ওয়ার্ড ক্লাস করতে পারেন নাই ।
কিন্তু ,আপনার কাছে বই ও আছে বন্ধু ও আছে ।
এমন সময় আপনার সহপাঠী ভালো বন্ধুটি ,
আপনার কাছে একদিকে শিক্ষক ও
অন্য দিকে লাইব্রেরীর ন্যায় ভূমিকা পালন করতে পারে ।
কিভাবে ??
ওয়ার্ডের, ক্লিনিক্যাল সব এক্সামিনেশন পাঠ্য বইয়ে নাও থাকতে পারে ,
কিংবা স্যারে যেভাবে দেখিয়েছেন সেভাবে বইয়ে নাই ।
এমতাবস্থায়,
পরীক্ষার জন্য আপনার সহপাঠী বন্ধুর কাছ থেকে
স্যারে ওয়ার্ডে কি কি পড়িয়েছে ?
কোন কোন বই থেকে পড়তে বলেছেন ?
কি কি এক্সামিনেশন দেখিয়েছেন,
কিভাবে দেখিয়েছেন সব জেনে নিতে পারেন ।
বন্ধু তোকে মিস করছি ভীষণ ...
আপনি করছেন কি ??
02.07.14
লেখা - ডাঃ স্বাধীন
ফেসবুক লিঙ্ক - http://fb.com/DrReal
-------------------------------সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
মেডিকেলীয় আড্ডা
মেডিকেল প্রতিদিন -বিনোদন সারদিন
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
-ডাঃ স্বাধীনফেসবুক লিংক - http://fb.com/DrREAL