জুলাই শুরু মেডিকেল কিংবদন্তীর গল্প দিয়েঃ আজ পহেলা জুলাই। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসাবিদ ও রাজনীতিক "বিধান চন্দ্র রায়" এর জন্মদি...
জুলাই শুরু মেডিকেল কিংবদন্তীর গল্প দিয়েঃ
আজ পহেলা জুলাই। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসাবিদ ও রাজনীতিক "বিধান চন্দ্র রায়" এর জন্মদিন। এই লোক যে মেডিকেল শাস্ত্রের কমন এক পিস ছিল এটা বলে শেষ করা যাবে না। তবুও তার জীবনের কিছু খন্ড চিত্র আমরা জেনে নেই।
তার নামে অনেক মজার মজার কিছু কথা প্রচলিত আছে। কথা গুলো সত্যি এবং
অমৃতসম। প্রথম কথা হলো- এই লোকে Medicine এ MRCP করেছে , কিন্তু surgery তে
FRCS করেছে। তাও এই বিশাল দুই ডিগ্রী করতে সময় লাগছে মাত্র ২ বছর ৩ মাস।
MRCP পরীক্ষা দেয়ার সময়া তার যে পেশেন্ট ছিল, তা ছিল মিসলস (হাম) এর । কিন্তু প্রডরমাল ফেজে ছিল বলে শরীরে কোনো র্যামশ ছিল না। সে যখন ডায়াগসিস লিখলো- “মিসলস” । পরীক্ষক তাকে জিজ্ঞাসা করলো – Rash ছাড়া কি কোনো রোগীকে “মিসলস” বলা যাবে? বিধান রায় উত্তর দিল – স্যার , Rash আগামীকাল উঠবে। পরীক্ষক শুনে তো অবাক- বললো, ঠিক আছে। তাহলে আগামীকালই তোমার মার্ক দেয়া হবে। তারপরের দিন রোগীর Rash উঠলো। সে পাশও করলো সম্মানের সাথে।
মজার বিষয় হলো- এশিয়ার ছাত্র বলে ১৯০৯ সালে ব্রিটিশ রা তারে রয়াল কলেজে নিতে চায় নাই। ৩০ বার আবেদনের পর তাকে রয়ালে পড়ার অনুমতি দেয়া হয়। এই লোকে টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর জিগরী দোস্ত ছিলেন। সাড়া জীবন বিয়া না কইরা চিরকুমার রইছে (এটাই কি জীবনে সাফল্যের কারন কি না কে জানে) লুল
ভারতে বিধান রায়ের জন্মদিনকে ( পহেলা জুলাই) জাতীয় ডাক্তার দিবস পালন করে। এই লোক দূর থেকে দেখেই রোগীর ডায়াগনসিস বলে দিতে পারতো। ( এই লোক এই জমানায় থাকলে সব ডায়গনস্টিক সেন্টার গুলা ভাতে মারা যাইতো...।। লুল)
পুরাই মাননীয়া_স্পিকার হইয়া যাই, এই সব গুনী লোক দেখলে।
লেখা - Dr. Sayed Sujon
সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
http://www.fb.com/adda12 মেডিকেলীয় - আড্ডা ツ
ফেসবুক লিংক - http://fb.com/DrREAL
MRCP পরীক্ষা দেয়ার সময়া তার যে পেশেন্ট ছিল, তা ছিল মিসলস (হাম) এর । কিন্তু প্রডরমাল ফেজে ছিল বলে শরীরে কোনো র্যামশ ছিল না। সে যখন ডায়াগসিস লিখলো- “মিসলস” । পরীক্ষক তাকে জিজ্ঞাসা করলো – Rash ছাড়া কি কোনো রোগীকে “মিসলস” বলা যাবে? বিধান রায় উত্তর দিল – স্যার , Rash আগামীকাল উঠবে। পরীক্ষক শুনে তো অবাক- বললো, ঠিক আছে। তাহলে আগামীকালই তোমার মার্ক দেয়া হবে। তারপরের দিন রোগীর Rash উঠলো। সে পাশও করলো সম্মানের সাথে।
মজার বিষয় হলো- এশিয়ার ছাত্র বলে ১৯০৯ সালে ব্রিটিশ রা তারে রয়াল কলেজে নিতে চায় নাই। ৩০ বার আবেদনের পর তাকে রয়ালে পড়ার অনুমতি দেয়া হয়। এই লোকে টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর জিগরী দোস্ত ছিলেন। সাড়া জীবন বিয়া না কইরা চিরকুমার রইছে (এটাই কি জীবনে সাফল্যের কারন কি না কে জানে) লুল
ভারতে বিধান রায়ের জন্মদিনকে ( পহেলা জুলাই) জাতীয় ডাক্তার দিবস পালন করে। এই লোক দূর থেকে দেখেই রোগীর ডায়াগনসিস বলে দিতে পারতো। ( এই লোক এই জমানায় থাকলে সব ডায়গনস্টিক সেন্টার গুলা ভাতে মারা যাইতো...।। লুল)
পুরাই মাননীয়া_স্পিকার হইয়া যাই, এই সব গুনী লোক দেখলে।
লেখা - Dr. Sayed Sujon
সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
http://www.fb.com/adda12 মেডিকেলীয় - আড্ডা ツ
এ সাইটে লিখতে চাইলে সাহায্যের জন্য যোগাযোগ করুন
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
-ডাঃ স্বাধীনফেসবুক লিংক - http://fb.com/DrREAL