ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) চতুর্থ বর্ষের ছাত্র রেজা হাসান ত্বকিকে (২৩) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সংকটাপন্ন অবস্থায় হেলিকপ্টা...
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) চতুর্থ বর্ষের ছাত্র রেজা হাসান ত্বকিকে (২৩) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সংকটাপন্ন অবস্থায় হেলিকপ্টারে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
শনিবার সকালে শহরের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
ত্বকির পারিবারিক সূত্র ও সহপাঠীরা জানিয়েছেন, ত্বকি শহরের কৃষ্টপুর আলীয়া মাদরাসা এলাকার আব্দুল জব্বারের বাড়িতে বোনের ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে বাসার মালিক জব্বারের ‘নেশাগ্রস্ত’ ছেলে লিমনের সঙ্গে ত্বকির বোনের ঝগড়া হয়। ...
এ ঘটনার জের ধরেই শনিবার সকাল ৮টার দিকে ত্বকি বাসা থেকে বের হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাবার পথে লিমন ও তার সাঙ্গপাঙ্গরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে অভিযোগ করেন মমেক এর পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কবির।
তিনি জানান, চাপাতি দিয়ে ঘাড়ে ও পিঠে এলোপাতাড়ি কুপানোর ফলে ত্বকির মেরুদন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ভর্তির পর থেকে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তার অবস্থা চরম সংকটাপন্ন। হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। পরে সাধারণ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদ দুপুরে জরুরি সভায় বসে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক রাকিব হোসেন রিফাতও এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটে যাওয়ার ইঙ্গিত দেন।
এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক ডা. সারোয়ার জুয়েল জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে জড়িতরা গ্রেফতার না হলে রোববার সকাল থেকে আমাদের ধর্মঘট শুরু হবে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়েছে। -
শনিবার সকালে শহরের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
ত্বকির পারিবারিক সূত্র ও সহপাঠীরা জানিয়েছেন, ত্বকি শহরের কৃষ্টপুর আলীয়া মাদরাসা এলাকার আব্দুল জব্বারের বাড়িতে বোনের ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে বাসার মালিক জব্বারের ‘নেশাগ্রস্ত’ ছেলে লিমনের সঙ্গে ত্বকির বোনের ঝগড়া হয়। ...
এ ঘটনার জের ধরেই শনিবার সকাল ৮টার দিকে ত্বকি বাসা থেকে বের হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাবার পথে লিমন ও তার সাঙ্গপাঙ্গরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে অভিযোগ করেন মমেক এর পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কবির।
তিনি জানান, চাপাতি দিয়ে ঘাড়ে ও পিঠে এলোপাতাড়ি কুপানোর ফলে ত্বকির মেরুদন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ভর্তির পর থেকে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তার অবস্থা চরম সংকটাপন্ন। হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। পরে সাধারণ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদ দুপুরে জরুরি সভায় বসে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক রাকিব হোসেন রিফাতও এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটে যাওয়ার ইঙ্গিত দেন।
এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক ডা. সারোয়ার জুয়েল জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে জড়িতরা গ্রেফতার না হলে রোববার সকাল থেকে আমাদের ধর্মঘট শুরু হবে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়েছে। -