চিকিতসক -সাংবাদিকদের সম্পর্কের এই দুর্দিনেও, মুরাদের হত্যা মামলাটির তদন্তে পুলিশি অনীহা নিয়ে প্রথম আলো, তার ৩য় পৃষ্ঠায় অত্যন্ত গুরুত্ব সহক...
চিকিতসক -সাংবাদিকদের সম্পর্কের এই দুর্দিনেও, মুরাদের হত্যা মামলাটির তদন্তে পুলিশি অনীহা নিয়ে প্রথম আলো, তার ৩য় পৃষ্ঠায় অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রথম আলোর অনেক অনেক খারাপ নজির থাকলেও এই ব্যাপারটায় তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না । যদিও আমি ব্যাক্তিগতভাবে প্রথম আলো পড়া ছেঁড়ে দিয়েছি, এক বন্ধুর ওয়ালে নিয়জটা দেখে পড়লাম। ঝিমিয়ে পড়া এই হত্যা মামলাটির তদন্তে গতি আনতে এইরকম একটা নিউজ সত্যিই দরকার ছিল।
" সাধারণত পানিতে পড়ে কেউ মারা গেলে ফুসফুসে পানি থাকার কথা। মাখলুকুরের ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি রহস্যজনক" ময়নাতদন্তকারী দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সোহেল মাহমুদ স্যার এটা স্পষ্ট করে বলার পড়েও , ঘটনার পাঁচ মাস পার হতে চললেও এ ঘটনায় পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদও করেনি !! কারা পিছন থেকে পুলিশে হাত বেঁধে রেখেছে আমরা জানতে চাই।
আমরা মুরাদ হত্যার বিচার চাই
চিকিতসকদের নিরপদ কর্মস্থল চাই
লেখা - গোলাম সরওয়ার