চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম-আঞ্জুমান আরা ইসলাম-...
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম-আঞ্জুমান আরা ইসলাম- ডা. মো. আরিফুল আমীন পরিষদ। মোট ২২টি পদের মধ্যে সবক’টি পদেই নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অবশ্য তিনটি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এই প্যানেলের তিন প্রার্থী। গতকাল বাকি ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাসপাতালের প্রায় ৭ হাজার ৫০০ আজীবন সদস্যের মধ্যে ৪ হাজার ৩১০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২২ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করলেন। আগামী তিন বছর নির্বাচিত কমিটি হাসপাতালের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
নির্বাচনে দুইটি প্যানেলের ৪১ জন প্রার্থী অংশ নিয়েছেন। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম-আঞ্জুমান আরা ইসলাম- ডা. মো. আরিফুল আমীন এবং অন্যটির নেতৃত্বে ছিলেন প্রফেসর ডা. সৈয়দা নূরজাহান ভূঁইয়া-আবদুল মান্নান রানা-জাকির হোসেন তালুকদার।
ঘোষিত ফলাফলে দেখা যায় প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম-আঞ্জুমান আরা ইসলাম- ডা. মো. আরিফুল আমীন পরিষদের প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম প্রেসিডেন্ট (৩১১৭ ভোট), ডা. আঞ্জুমান আরা ইসলাম জেনারেল সেক্রেটারি (৩০৮৭ ভোট), প্রফেসর ডা. এম এ তাহের খান (৩১১৮ ভোট), ডা. এম. মাহফুজুর রহমান (২৫৫৭ ভোট) ও লায়ন এস এম মোরশেদ হোসেন (২৭৮৫ ভোট) ভাইস প্রেসিডেন্ট, আলহাজ নুর মোহাম্মদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ডা. মো. আরিফুল আমীন ট্রেজারার (৩১৪৯ ভোট), আলহাজ্ব মো. রেজাউল করিম আজাদ ও ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী ডোনার মেম্বার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং মো. আনোয়ারুল ইসলাম (২৭৫৯ ভোট), ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ (২৮৯০ ভোট), এস এম কুতুব উদ্দিন (২৬৪২ ভোট), ডা. কামরুন নাহার দস্তগীর (২৯৮৪ ভোট), খায়েজ আহমদ ভূঁইয়া (২১২৯ ভোট), আলহাজ্ব জাহিদুল হাসান (২৪১০ ভোট), ডা. মো. পারভেজ ইকবাল শরীফ (২৫০৪ ভোট), ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী (২৫৫৬ ভোট), রেখা আলম চৌধুরী (২৭৭৭ ভোট), ডা. মো. শাহাদাৎ হোসেন (২৪১১ ভোট), ডা. সাজ্জাদ মো. ইউসুফ (২২৪৯ ভোট), অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ (২৬৭৫ ভোট) ও লায়ন আলহাজ্ব মো. হারুন ইউসুফ (২৪৭৫ ভোট) সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অপর প্যানেলে ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডা. সৈয়দা নূরজাহান ভূঁইয়া (১০৭৮ ভোট), জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আবদুল মান্নান রানা (১১৭২ ভোট), ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডা. মো. আবু জাফর (১৩৫২ ভোট), ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (১৪০৬ ভোট), মো. আবুল হোসেন (১০৪০ ভোট), ট্রেজারার পদপ্রার্থী আলহাজ্ব এম. জাকির হোসেন তালুকদার (৯৩৮ ভোট), মেম্বার পদপ্রার্থী ডা. রওশন আকতার, ডা. তিমির বরণ চৌধুরী, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, মোহাম্মদ সাগির, আবদুল মান্নান ফেরদৌস, কে বি এম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, হাসান মুরাদ বিপ্লব, আবু নাছের মো. দুলাল, আলহাজ্ব মো. আহসান উল্লাহ্, লায়ন মো. জয়নাল আবেদীন ও মো. আমিনুল হক বাবু।
এদিকে উৎসব আমেজের মধ্য দিয়ে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোট দেন ভোটাররা। নির্বাচনকে নিরবচ্ছিন্ন রাখতে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। একজন অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিনজন সহকারী কমিশনারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করেছেন বলে সিএমপি সূত্রে জানা গেছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ছিলো উৎসবের আমেজ। সকাল থেকে নির্বাচনকে ঘিরে নানান জল্পনা-কল্পনা থাকলেও কোনো রকম অঘটন ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে প্রায় মধ্য রাত নাগাদ ফলাফল ঘোষণা করা হয়।
--- edited by Dr sakhawat Hossain CRSC ---
হাসপাতালের প্রায় ৭ হাজার ৫০০ আজীবন সদস্যের মধ্যে ৪ হাজার ৩১০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২২ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করলেন। আগামী তিন বছর নির্বাচিত কমিটি হাসপাতালের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
নির্বাচনে দুইটি প্যানেলের ৪১ জন প্রার্থী অংশ নিয়েছেন। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম-আঞ্জুমান আরা ইসলাম- ডা. মো. আরিফুল আমীন এবং অন্যটির নেতৃত্বে ছিলেন প্রফেসর ডা. সৈয়দা নূরজাহান ভূঁইয়া-আবদুল মান্নান রানা-জাকির হোসেন তালুকদার।
ঘোষিত ফলাফলে দেখা যায় প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম-আঞ্জুমান আরা ইসলাম- ডা. মো. আরিফুল আমীন পরিষদের প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম প্রেসিডেন্ট (৩১১৭ ভোট), ডা. আঞ্জুমান আরা ইসলাম জেনারেল সেক্রেটারি (৩০৮৭ ভোট), প্রফেসর ডা. এম এ তাহের খান (৩১১৮ ভোট), ডা. এম. মাহফুজুর রহমান (২৫৫৭ ভোট) ও লায়ন এস এম মোরশেদ হোসেন (২৭৮৫ ভোট) ভাইস প্রেসিডেন্ট, আলহাজ নুর মোহাম্মদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ডা. মো. আরিফুল আমীন ট্রেজারার (৩১৪৯ ভোট), আলহাজ্ব মো. রেজাউল করিম আজাদ ও ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী ডোনার মেম্বার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং মো. আনোয়ারুল ইসলাম (২৭৫৯ ভোট), ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ (২৮৯০ ভোট), এস এম কুতুব উদ্দিন (২৬৪২ ভোট), ডা. কামরুন নাহার দস্তগীর (২৯৮৪ ভোট), খায়েজ আহমদ ভূঁইয়া (২১২৯ ভোট), আলহাজ্ব জাহিদুল হাসান (২৪১০ ভোট), ডা. মো. পারভেজ ইকবাল শরীফ (২৫০৪ ভোট), ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী (২৫৫৬ ভোট), রেখা আলম চৌধুরী (২৭৭৭ ভোট), ডা. মো. শাহাদাৎ হোসেন (২৪১১ ভোট), ডা. সাজ্জাদ মো. ইউসুফ (২২৪৯ ভোট), অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ (২৬৭৫ ভোট) ও লায়ন আলহাজ্ব মো. হারুন ইউসুফ (২৪৭৫ ভোট) সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অপর প্যানেলে ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডা. সৈয়দা নূরজাহান ভূঁইয়া (১০৭৮ ভোট), জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আবদুল মান্নান রানা (১১৭২ ভোট), ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডা. মো. আবু জাফর (১৩৫২ ভোট), ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (১৪০৬ ভোট), মো. আবুল হোসেন (১০৪০ ভোট), ট্রেজারার পদপ্রার্থী আলহাজ্ব এম. জাকির হোসেন তালুকদার (৯৩৮ ভোট), মেম্বার পদপ্রার্থী ডা. রওশন আকতার, ডা. তিমির বরণ চৌধুরী, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, মোহাম্মদ সাগির, আবদুল মান্নান ফেরদৌস, কে বি এম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, হাসান মুরাদ বিপ্লব, আবু নাছের মো. দুলাল, আলহাজ্ব মো. আহসান উল্লাহ্, লায়ন মো. জয়নাল আবেদীন ও মো. আমিনুল হক বাবু।
এদিকে উৎসব আমেজের মধ্য দিয়ে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোট দেন ভোটাররা। নির্বাচনকে নিরবচ্ছিন্ন রাখতে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। একজন অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিনজন সহকারী কমিশনারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করেছেন বলে সিএমপি সূত্রে জানা গেছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ছিলো উৎসবের আমেজ। সকাল থেকে নির্বাচনকে ঘিরে নানান জল্পনা-কল্পনা থাকলেও কোনো রকম অঘটন ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে প্রায় মধ্য রাত নাগাদ ফলাফল ঘোষণা করা হয়।
--- edited by Dr sakhawat Hossain CRSC ---