আজ বিশ্ব তামাকমুক্ত দিবস । এবছরে দিবসটির প্রতিপাদ্য 'তামাকের উপর ট্যাক্স বাড়াও ।' তিনি পদস্হ কর্মকর্তা । তাবৎ চিকিৎসকদের উপর ত...
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস ।
এবছরে দিবসটির প্রতিপাদ্য 'তামাকের উপর ট্যাক্স বাড়াও ।'
তিনি পদস্হ কর্মকর্তা । তাবৎ চিকিৎসকদের উপর তার উস্মা । গত চার বছরের কাশি আর শ্বাসকষ্টটা কেউ ভাল করে দিতে পারছেনা ।
জানতে চান, এ মরা কাশির কারণটা কি ?
আমি বলি, ''কারন'' আপনার পকেটে ।
তিনি পদস্হ কর্মকর্তা । তাবৎ চিকিৎসকদের উপর তার উস্মা । গত চার বছরের কাশি আর শ্বাসকষ্টটা কেউ ভাল করে দিতে পারছেনা ।
জানতে চান, এ মরা কাশির কারণটা কি ?
আমি বলি, ''কারন'' আপনার পকেটে ।
ফিনফিনে পাতলা তার জামা । যতই লুকাতে চান, ভিতর থেকে 'বেনসন' এর প্যাকেটটা জ্বলজ্বল করে ।
ধূমপানের কুফল সম্পর্কে কিছু বলি ।
তিনি কথা দেন অনেক হয়েছে । 'No more সিগ্রেট ।'
আমি বলি, প্যাকেটটা ফেলে দিয়ে এখন থেকেই শুরু করুন । তিনি ইতস্তত: করেন আর বলেন, এটাই last, নতুন করে আর কিনবোনা ।
তিনি কথা দেন অনেক হয়েছে । 'No more সিগ্রেট ।'
আমি বলি, প্যাকেটটা ফেলে দিয়ে এখন থেকেই শুরু করুন । তিনি ইতস্তত: করেন আর বলেন, এটাই last, নতুন করে আর কিনবোনা ।
আমি জানি তার শপথে কোন প্রতারণা নেই । তবু অভিজ্ঞতা থেকে বুঝি তিনি আবার সিগারেটের দোকানে যাবেন । দিয়াশলাই ঘষে আগুন বানিয়ে পুন:পুন: ফুসফুস পোড়াবেন । আর ডাক্তারদের প্রতি অভিযোগে বুঁদ হয়ে থাকবেন ।
আমার মধ্যে একটা ইউটোপিয়া কাজ করে । প্রায়ই কল্পনা করি একটা পৃথিবীর, যেখানে বিড়ি সিগেরেট বলে কোন কোন কিছুর অস্তিত্ব নেই । তাই অস্তিত্ব নেই ব্রংকাইটিসে দূর্বিসহ হওয়া কোন রোগী বা তার পরিবারের । আমার বিশ্বাস, এ কল্পনা একদিন সত্য হবে ।
---- Aminul Islam
সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
এ সাইটে লিখতে চাইলে সাহায্যের জন্য যোগাযোগ করুন -
Dr-Sakhawat Hossain -- link- http://fb.com/DrSHo