আমরা ইহাদের জন্যই ডাক্তার হয়েছিঃ গতকাল রাতে কার্ডিওলজী ইউনিটে ডিউটি করছিলাম । নতুন দুইটা পেশেন্ট আসায় রিসিভ করছিলাম । হঠাত্ নার্স জানালো এক...
আমরা ইহাদের জন্যই ডাক্তার হয়েছিঃ
গতকাল রাতে কার্ডিওলজী ইউনিটে ডিউটি করছিলাম
। নতুন দুইটা পেশেন্ট আসায় রিসিভ
করছিলাম । হঠাত্ নার্স
জানালো একটা পুরাতন রোগীরঅবস্থা হঠাত্ খারাপ হয়ে পড়ছে । দৌড়দিয়ে গেলাম । গিয়ে দেখি রোগীর পালসনাই , বিপি নন রেকর্ডেবল , পিউপিলডাইলেটেড , হার্ট সাউন্ড ওপাওয়া যাচ্ছেনা ।
শুধু মাঝে মাঝে gaspingগতকাল রাতে কার্ডিওলজী ইউনিটে ডিউটি করছিলাম
। নতুন দুইটা পেশেন্ট আসায় রিসিভ
করছিলাম । হঠাত্ নার্স
জানালো একটা পুরাতন রোগীরঅবস্থা হঠাত্ খারাপ হয়ে পড়ছে । দৌড়দিয়ে গেলাম । গিয়ে দেখি রোগীর পালসনাই , বিপি নন রেকর্ডেবল , পিউপিলডাইলেটেড , হার্ট সাউন্ড ওপাওয়া যাচ্ছেনা ।
হচ্ছে । সিস্টারকে দ্রুত বললাম অক্সিজেনদিতে আর আমার এক কলিগযে কিনা কার্ডিওলজীতে অভিজ্ঞওকে ডাক দিলাম । ওএসে বুঝতে পারলো রোগীর suddencardiac arrest হয়েছে । ও CPRদিতে লাগলো আর আমি umbo bagচাপতে লাগলাম । এদিকে রোগীর সাথেরবুড়া এটেনডেন্ট শুধু কান্নাকাটি করতেছে ।কলিগ দেখলাম CPR দিতে দিতে এসিরমধ্যেও ঘামতেছে । CPR দেওয়ারফলে একটু একটু করে রোগীটা ইমপ্রুভকরতেছিলো । এরপর তাকে ডিসি শকদেওয়া হলো । কলিগ নিজ পকেটথেকে টাকা দিয়ে রোগীর জন্য স্যালাইন ওইঞ্জেকশন আনতে আরেক রোগীরলোককে পাঠালো । অবশেষে আমারকলিগের দীর্ঘ একঘন্টার অমানুষিকপরিশ্রমে রোগী স্বাভাবিকভাবে শ্বাসনিতে পারলো এবং তার হার্টও কাজকরা শুরু করলো । এরপর আমরা ডক্টরসরুমে গিয়ে ঐ রোগীরব্যাপারে কথা বলতে থাকলাম । দশথেকে পনের মিনিট পর যখন আবারআমরা রোগীর কাছে গেলাম সে তখন আমারঐ কলিগকে দেখে গালিগালাজ শুরুকরলো এবং মারতে গেলো (যে কিনা এতক্ষণCPR দিয়ে রোগীকে মৃত্যুর হাতথেকে বাঁচায় আনলো ) । রোগীর কথা ,আমি 'সুস্থ' রোগী , ওআমারে মাইরা ফেলতে গেছিলো । কলিগেরমুখের দিকে তাকালাম । ও ম্লানহেসে বললো , ও কিছুনা , hypoxiaছিলোতো তাই enchephalopathyডেভেলপ করছে । ওর মুখে হাসি থাকলেওজানিনা মনে ও কতটা দুঃখ পেয়েছিলো ।রোগীটা ক্লিনিকালি প্রায় ডেডইছিলো বলা যায় । বলা যায় ওর ঐকান্তিকপ্রচেষ্টায়ই রোগীটা এখনো পৃথিবীরআলোবাতাসে শ্বাস নিচ্ছে ।পুরষ্কারস্বরূপ ওরকপালে জুটলো স্বয়ং রোগীর গালি । হ্যা ,এইগুলাই আমাদের পুরষ্কার ,গালি এবং মাইর । বাঁচা মারার মালিকআল্লাহ । কিন্তু আমরা সবসময় সর্বোচ্চচেষ্টা করে যাই একটা রোগীর রোগসারাতে । একজন ডাক্তার কখনোইচায়না তার রোগীটা খারাপ হোক , মারা যাক। কখনোই না । আমাদের পারসোনাল লাইফবলে কিছু নেই । নিজে সারারাতনা ঘুমিয়ে আমরা রোগীর ঘুম পাড়ানোরব্যবস্থা করি । রোগীকে বলি খাওয়ায়অনিয়ম না করতে , আর আমাদের খাওয়ারকোন ঠিক নেই । পরিসংখ্যানকরলে দেখা যাবে ৬০% এর ওবেশি ডাক্তারের হাইপারএসিডিটি আছে ,কারণ এই খাওয়ায় অনিয়ম । এরপর ওআমরা কখনো ধন্যবাদ , ভালো ব্যবহারপাবোনা । গালিই আমাদের পুরষ্কার ।কালকের ঘটনাটা একটা symbol মাত্র ।হয়তো ঐ রোগীর সত্যিইenchephalopathy ডেভেলপ করছিলো ।কিন্তু আপনাদেরতো আরenchephalopathy নেই । একজনডাক্তারের এই পরিশ্রম কি আপনাদেরচোখে পড়ে না ? আপনারা কি এতটাইকৃতঘ্ন ? আপনার ছেলে , মেয়ে ,নিকটাত্মীয় কেউকি ডাক্তারি পড়ছে বা ইন্টার্নী করছে ?তাহলে তার প্রতিদিনের লাইফটা একটুজিজ্ঞেস করে দেখবেন ।আপনি মাসে না ঘুমিয়ে কয়দিন অফিস করেনআর একজন ইন্টার্নসপ্তাহে না ঘুমিয়ে কয়টা নাইটডিউটি করে সেটা একটু খোঁজ নিয়েন । আরএকজন ইন্টার্নের মাসিক ভাতা কতজানেন ? দশ হাজার টাকা ।বাংলাদেশে একজন রিক্সাওয়ালাওমাসে অন্তত পনের হাজার টাকা আয় করে ।তবুও আপনার সন্তুষ্ট হবেন না , তবুওআপনারা গালি দিবেন , তবুও বলবেনইন্টার্নীরা খারাপ । হায় , আমরা এদেরচিকিত্সা করতে ডাক্তার হয়েছি ।
লিখা - Abdullah Al Rajib
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
http://www.fb.com/adda12 মেডিকেলীয় - আড্ডা ツ