এমবিবিএস পাশ করে যেসব ভাইয়া- আপু মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জব করে- তাদের নামে কখনো ভুল চিকিৎসার অভিযোগ ওঠে না। " বাংলা...
এমবিবিএস পাশ করে যেসব ভাইয়া- আপু মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জব করে- তাদের নামে কখনো ভুল চিকিৎসার অভিযোগ ওঠে না।
" বাংলাদেশি ডাক্তারের ভুল চিকিৎসায় ওমান/ সৌদি/ দুবাই এ রোগীর মৃত্যু- হাসপাতাল ভাংচুর।"- এই ধরনের নিউজ কেউ পত্রিকায়/ টিভি তে দেখছেন? দেখেন নাই। কখনো দেখবেনও না।
অথচ যাদের শিক্ষকতায় আমারা এমবিবিএস পাশ করেছি- সেই এফসিপিএস/ এমএস করা প্রোফেসরদের চিকিৎসা নাকি ভুল...! প্রতিনিয়ত পত্রিকায় তো তাই দেখি!! (জেনে রাখা ভাল- ঢাকা মেডিকেল এ চিকিৎসা দেয় প্রফেসররা, জুনিয়র ডাক্তার রা শুধু সেটা ফলো করে।)
তার মানে বাংলাদেশি ডাক্তাররা শুধু বাংলাদেশেই ভুল চিকিৎসা দেয়- অন্য সব দেশে তাদের চিকিৎসা সঠিক!
খুব স্পষ্ট ভাবেই বোঝা যায়- সাংবাদিক নামধারী কিছু দালাল বাংলাদেশের রোগীদেরকে ইন্ডিয়া পাচার করার জন্য দেশের সাস্থ সেক্টরে অস্থিরতা তৈরি করছে।আর বাঙ্গালীও বুঝে না বুঝে তাদের সাথে লাফাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা ডাক্তার দেশের বাইরে গিয়ে আরও বেশি বেতনে জব করার সামর্থ্য রাখে। (ওমানে এমবিবিএস এর বেতন ২ লাখ ৬০ হাজার টাকা, কসালট্যানট এর বেতন ৬ লাখ টাকা)। কিন্তু বাংলাদেশের কয়জন রোগীর বিদেশ গিয়ে চিকিৎসা করানোর আর্থিক সঙ্গতি আছে? তাহলে সাস্থ ব্যাবস্থার ধ্বস নামলে ক্ষতি কার?
বাড়ির গরু দরজার ঘাস খায় না।আজ থেকে ১০ বছর পর বাঙালি যখন বিদেশ গিয়ে লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশি ডাক্তার দিয়েই চিকিৎসা করাবে তখন বুঝবে হেলায় কি হারালাম...
তাই এখনি সময়- " ঘাতক দালাল নির্মূল কমিটি" করে ইন্ডিয়ার দালালদের নির্মূল করার। তা না হলে দেশের স্বাস্থ্য ব্যাবস্থার ধ্বস কেউ ঠেকাতে পারবে না......
লেখা- Asad Zaman (ex-DMCian)
( https://www.facebook.com/asad.zaman.1069 )