Eye OT (Operation Theatre) তে একজন রোগীর Cataract (চোখে ছানি পড়া) অপারেশন চলছিলো। অপারেশন করছিলেন মমেকের Eye ডিপার্টমেন্টের হেড স্যার। রোগ...
Eye OT (Operation Theatre) তে একজন রোগীর Cataract (চোখে ছানি পড়া) অপারেশন চলছিলো।
অপারেশন করছিলেন মমেকের Eye ডিপার্টমেন্টের হেড স্যার।
রোগীর অপারেশনে খরচ হয়েছিলো ১৭,৫০০ টাকা। ৫০০ টাকা OT ফি এবং Lens (লেন্স) -এর দাম ছিলো ১৭,০০০ টাকা (যা রোগীর ছেলে বাইরে থেকে কিনে এনেছিলেন)।
অপারেশন করছিলেন মমেকের Eye ডিপার্টমেন্টের হেড স্যার।
রোগীর অপারেশনে খরচ হয়েছিলো ১৭,৫০০ টাকা। ৫০০ টাকা OT ফি এবং Lens (লেন্স) -এর দাম ছিলো ১৭,০০০ টাকা (যা রোগীর ছেলে বাইরে থেকে কিনে এনেছিলেন)।
রোগীটি ছিলেন একজন ডাক্তারের বাবা,তাই লেন্সটা বেশ দামীই ছিলো।
এর চেয়ে অনেক দামী ও অনেক কম দামের লেন্স দিয়েও অপারেশন করা হয় (চোখে লাগিয়ে দেয়া হয়)।
অপারেশন শেষে স্যার আমাদেরকে পড়ানোর সময় বললেন যে,স্যার যে ক্লিনিকে অপারেশন করেন সেখানে এই অপারেশনের বিল আসে ৭০,০০০ হাজার টাকা।
আমরা তো শুনে অবাক!....
কারণ স্যারকে আর কয় হাজার টাকা দিবে ক্লিনিকের মালিক,সব তো সেই পাবে।
ডাক্তারদের ব্যবহার করে/কাজে লাগিয়ে Invest করে অনেক নন-মেডিকেল Persons আজ কোটিপতি।
এতো বেশি ফি নেয়ার কারণে তাদেরকে কেউ কিছু বলতে পারে না,সব দোষ হয় ডাক্তারদের।
একদিনে স্যার বেশ কয়েকটা অপারেশন করেন একের পর এক।
কিন্তু এর জন্য কোন এসব রোগীর কাছ থেকে আলাদাভাবে কোন টাকা পান না।
ডাক্তারদের এমন ত্যাগ কখনো কেউ Highlight করে না/করবে না/জানার চেষ্টাও করবে না। শুধু দোষত্রুটিই খুঁজবে ।
কারণ যাকে সইতে না পারে তার ভাল দিক কখনো চোখে পড়ে না/দেখেও দেখে না।
শুধু খারাপ দিক/দোষ-ত্রুটিগুলোই সর্বদা দৃষ্টিগোচর হয়।
আফসোস নাই,কারণ আমরা এর বিনিময়ে মানুষের কাছে কিছু চাই না/প্রত্যাশা করি না।
বরং এর বিনিময়ে পরকালে মহান আল্লাহর/স্রষ্টার কাছেই অনেকগুন বেশি চাই...!!!
------......---- Abdullah Ashique