দেশে ডাক্তারদের বিরুদ্ধে যেসব হচ্ছে তা দেখে আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবি চিন্তিত..... আমার প্ল্যান ছিল বিডিএস পাশ করার পর ঢাকায় চেম্বার কর...
দেশে ডাক্তারদের বিরুদ্ধে যেসব হচ্ছে তা দেখে আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবি চিন্তিত.....
আমার প্ল্যান ছিল বিডিএস পাশ করার পর ঢাকায় চেম্বার করার ।কিন্তু সিনিওর শিক্ষকদের কাছ থেকে যখন শুনি রুগীদের এঁটেনড্যান্সদের কাছ থেকে কত অপমানিত হতে হয় ,
সমাজের ''শিক্ষিত '' জনগনের কাছ থেকে হাজার হাজার শুনতে হয় যে ,
'' তোমরা ডাক্তাররা তো কসাই , ''
''তোমরা তো অনেক টাকা খাও ,''
'' টাকা ছাড়া ডাক্তাররা কিছু বুঝেইনা ,''
'' ডাক্তার রা কি মানুষ নাকি !!!!!!!!!!!!'''
এসব প্রসংশা (!!!!) বাক্য এবং clash আমাদের জন্য ও সামনে অপেক্ষা করছে ভাবলে আর চিন্তা করতে পারিনা যে এই দেশের মানুষদের কে আবার সেবা দিতে হবে .....
আমার নানুরা বলে ,"" খাইটাও মর , খাইটার বারি খায়াও মর ""
ডাক্তারদের অবস্থা এখন এরকম দাঁড়িয়েছে ।
আর বর্তমানে বাংলাদেশের বিশিষ্ট ''হাম্বাদিক '' গুলো যেভাবে ডাক্তারদের পেছনে লেগেছে তাতে মনে হচ্ছে যে তারা দেশের জনগনের কাছে প্রমান করতে চাচ্ছে যে >>
নতুন প্রজন্মের ডাক্তাররা সবাই হল '' গুন্ডা , মাস্তান,
তারা খালি পারে রুগী মারতে, রুগী কে ইচ্ছা করে মেরে ফেলে , বাঁচায় না''
HOW FUNNY !!!!!
ভাবলেই অবাক লাগে ,
ডাক্তার সাজিয়া কে ডিউটি রত অবস্থায় নিজের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতে হল। মিডিয়া তা নিয়ে কিছুই লিখলনা ?????
বারডেমের ঘটনায় বাকি ডাক্তারদের সাথে এক মহিলা ডাক্তারকেও চরম ভাবে অপমান করে মেরে রক্তাক্ত করা হল ।
মিডিয়া কি করল ??
এ দেশের জনগনের নার্সদের জন্য এত্ত দরদ আর মহিলা ডাক্তারদের জন্য একটুও মায়া হয়না কেন???
ডাক্তাররা কি এই দেশে জন্ম নিয়েছে শুধুমাত্র অপমান , লাঞ্ছনা , আঘাত পাবার জন্য ?? আর হলুদ সাংবাদিকতার বলি হওয়ার জন্য ?????
হয়ত এটা আমারও ভবিষ্যৎ ,
অথবা আমার বান্ধবীদের মধ্যকার কারো
অথবা ঢাকা মেডিকেলে পড়া আমার ভাইয়াটির
অথবা সাহাবুদ্দিন মেডিকেলে পড়া পাশের বাসার ভাইয়াটির
অথবা মেডিকেলে পড়া কোন বন্ধুর ,
অথবা মেডিকেলে পড়া আমার পরিচিত জনদের
আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুবই আশংকায় আছি ।
--- লিখেছেন - কল্পনার রঙ
সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
http://www.fb.com/adda12 মেডিকেলীয় - আড্ডা ツ
এ সাইটে লিখতে যোগাযোগ করুন -
-ডাঃ স্বাধীনফেসবুক লিংক - http://fb.com/DrREAL