ভাই পালিয়ে আর কতদুর যাবেন, এদেশের বাইরে যেতে চাইলে ভাল কথা যান আপনার জন্য আশীর্বাদ। কিন্তু বাংলাদেশে থাকতে চাইলে আপনি পালাতে পারবেননা। বিশ...
ভাই পালিয়ে আর কতদুর যাবেন, এদেশের বাইরে যেতে চাইলে ভাল কথা যান আপনার জন্য আশীর্বাদ। কিন্তু বাংলাদেশে থাকতে চাইলে আপনি পালাতে পারবেননা। বিশ্বাস করেন যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান আমরাই করতে পারি।
রাজশাহীর ইন্টার্ন ভাইদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দ্বায়িত্ব .
ঢাকা মেডিকেলের চিকিৎসক পরিচয় পাবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০- ৩০ জন মিলে রক্তাক্ত করে মমিনুল নামের চিকিৎসক ভাইটিকে।
রাস্তাঘাটে এপ্রন পরে চললে এখন লোকে টিজ করবে, ইভ টিজিং এর মত
একটি জিনিস মাথায় রাখবেন সাংবাদিকরা ডাক্তারদের শত্রু, সুতরাং শত্রুকে কখনই বিশ্বাস করবেন না
চিকিৎসক নেতারা অনেক দূণীতিপরায়ন, সুতরাং সত্য বলবার সত সাহস তাদের নেই।
বিশ্বাস করেন আমরাই পরিবত’ন করতে পারব
একটু সাহস করে মাথা তুলে দাঁড়ান, একটু খানি একতাবদ্ধ হন।
একটু সাহস করে মাথা তুলে দাঁড়ান, একটু খানি একতাবদ্ধ হন।
কাল থেকে কি করা যায় এই বিষয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।
আমরা অনারারিরা চিকিৎসা দিতে বাধ্য নই, সুতরাং দেশের সকল অনারারি ৫ দিনের জন্য কমবিরতি দেই
ইন্টার্ন রা কাজে যোগ দেবেন না
এতে সাময়িক অসুবিধা হবে, বিষয়টিকে ignore করেন দেখবেন কাজের পরিবেশ তৈরি হবে। তখন এসব পুশিয়ে নেব।
চলুন, আমরাই শুরু করি
--- বাবলু হোসাইন - স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ।
সবাইকে মেডিকেলীয় আড্ডা গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রন -
------ মেডিকেলীয় আড্ডা গ্রুপ
গ্রুপ ও পেইজে যোগ দিতে নীল লেখার উপর ক্লিক করুন ।
এ সাইটে লিখতে চাইলে সাহায্যের জন্য যোগাযোগ করুন -
Dr-Sakhawat Crsc -- link- http://fb.com/DrSHo