ব্রেকিং ...ব্রেকিং ... ব্রেকিং রংপুরে তিস্তা নদীতে ডুবে যাওয়ার দুদিন পর এক নেপালী মেডিকেল ছাত্রের লাশ পাওয়া গেছে কুড়িগ্রামে। রংপুর ফ...
ব্রেকিং ...ব্রেকিং ... ব্রেকিং
রংপুরে তিস্তা নদীতে ডুবে যাওয়ার দুদিন পর এক নেপালী মেডিকেল ছাত্রের লাশ পাওয়া গেছে কুড়িগ্রামে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, রোববারসকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরকরকুড়া এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।পরে সেনাবাহিনীর সহায়তায় পবন কেচি ক্ষেত্রি (২০) নামের ওই ছাত্রের লাশটি উদ্ধার করে দুপুরে রংপুর নিয়ে আসা হয়।---
নেপাল থেকে বাংলাদেশে পড়তে আসা ওই শিক্ষার্থী ‘রংপুর কমিউনিটি মেডিকেল
কলেজের’ এমবিবিএস প্রথমবর্ষের ছাত্র ছিলেন। বেসরকারি মেডিকেল কলেজটির
পরিচালক আল আমীন বলেন, পবন ও তার সাত বন্ধু গত ১৬ মে কলেজ কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে কাউনিয়া উপজেলায় তিস্তা রেলসেতুর নিচে তিস্তার
চরে ফুটবল খেলতে যান। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সেটিকে তুলতে সবাই
নদীতে ঝাঁপ দেন। অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও ভেসে যান পবন।
“তিস্তা রেলসেতুর আশপাশে দুদিন ধরে লাশের সন্ধান করছিল ডুবরিরা। রোববার খবর পেয়ে আমরা গিয়ে লাশ সনাক্ত করি,” বলেন আল আমীন।
পবন নিখোঁজ হওয়ার পরপরই ঘটনাটি ঢাকায় নেপালী দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়
এবং নেপালে তার স্বজনদের জানানো হয়েছে।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালক আমীন আরো জানান, নেপাল
থেকে মৃত ছাত্রের পরিবারের লোকজন বাংলাদেশে এসেছেন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
কাউনিয়া থানার এসআই ফনিন্দ্র নাথ রায় জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।