আজ বি এম এ এর উদ্যেগে , সব ডাক্তার কালো ব্যাজ ধারণ করেছে । ১ ঘন্টার জন্য কর্মবিরতিও পালন করেছে , খারাপ কি ! ভালোই তো ... প্রতিবাদী ভাষ...
আজ বি এম এ এর উদ্যেগে ,
সব ডাক্তার কালো ব্যাজ ধারণ করেছে ।
১ ঘন্টার জন্য কর্মবিরতিও পালন করেছে ,
খারাপ কি ! ভালোই তো ...
প্রতিবাদী ভাষার সভ্য রূপটাই বার বার চিকিতসকেরা দেখিয়ে যাচ্ছেন ।
কালের পালাবদলে সব শ্রেনীপেশার প্রতিবাদের ভাষা রূঢ় হলেও ,
একমাত্র চিকিতসক শ্রেণীর প্রতিবাদের ভাষা আজো শালীনতায় সীমাবদ্ধ ।
আমাদের সহকর্মীকে জখম করেছে ছাত্র নামধারী সন্ত্রাসী ও সাংঘাতিকেরা ।
তবুও সেই সেই চিকিতসক হাসিমুখে স্বাস্থ্যসেবায় শত্রুদের সেবা দিয়ে যাবে ।
ডাক্তারিই একমাত্র পেশা যেখানে ধর্ম , বর্ণ , শ্রেনীপেশা সব কিছুর উর্ধে থেকে,
নিরলস সেবা দেয়া হয় ।
এই মহত পেশার সেবকদের বিরুদ্ধে যারা অপপ্রচার, মিথ্যাচার ছড়িয়ে
দেশের স্বাস্থ্যসেবায় অস্থিরতা তৈরিতে ষড়যন্ত্রের বীজ বুনছেন ।
তাদের মুখোশ একদিন উন্মোচিত হবে ।
সে দিন বেশি দূরে নয় ,
চিকিতসকদের সত্যটা জানাতে নিজস্ব মিডিয়া থাকবে ।
তখন ,
সমাজের দ্বিমুখী কালোসাপের মুখোশ (হলুদ সাংঘাতিকের )
একের পর এক উপড়ে ফেলা হবে !
অন্ন , বস্ত্র , শিক্ষা, চিকিতসা, বাসস্থান এই পাঁচ মৌলিক অধিকার মানুষের জন্য ।
এখানে সংঘাতের কোনো স্থান নেই ।
----- সাংঘাতিকদের কর্মকান্ড দেখে কিছু এক কথায় প্রকাশ শিখলাম ,
সংঘাত করে যে - সাংঘাতিক ( হলুদ সাংবাদিক ) :P
সংঘাত ছড়ায় যে - সাংঘাতিক ( হলুদ সাংবাদিক ) :P
-----------------
ডাঃ সাখাওয়াত হোসাইন
( সম্পাদক- Medicallife24.com )
http://fb.com/DrSHo
সব ডাক্তার কালো ব্যাজ ধারণ করেছে ।
১ ঘন্টার জন্য কর্মবিরতিও পালন করেছে ,
খারাপ কি ! ভালোই তো ...
প্রতিবাদী ভাষার সভ্য রূপটাই বার বার চিকিতসকেরা দেখিয়ে যাচ্ছেন ।
কালের পালাবদলে সব শ্রেনীপেশার প্রতিবাদের ভাষা রূঢ় হলেও ,
একমাত্র চিকিতসক শ্রেণীর প্রতিবাদের ভাষা আজো শালীনতায় সীমাবদ্ধ ।
আমাদের সহকর্মীকে জখম করেছে ছাত্র নামধারী সন্ত্রাসী ও সাংঘাতিকেরা ।
তবুও সেই সেই চিকিতসক হাসিমুখে স্বাস্থ্যসেবায় শত্রুদের সেবা দিয়ে যাবে ।
ডাক্তারিই একমাত্র পেশা যেখানে ধর্ম , বর্ণ , শ্রেনীপেশা সব কিছুর উর্ধে থেকে,
নিরলস সেবা দেয়া হয় ।
এই মহত পেশার সেবকদের বিরুদ্ধে যারা অপপ্রচার, মিথ্যাচার ছড়িয়ে
দেশের স্বাস্থ্যসেবায় অস্থিরতা তৈরিতে ষড়যন্ত্রের বীজ বুনছেন ।
তাদের মুখোশ একদিন উন্মোচিত হবে ।
সে দিন বেশি দূরে নয় ,
চিকিতসকদের সত্যটা জানাতে নিজস্ব মিডিয়া থাকবে ।
তখন ,
সমাজের দ্বিমুখী কালোসাপের মুখোশ (হলুদ সাংঘাতিকের )
একের পর এক উপড়ে ফেলা হবে !
অন্ন , বস্ত্র , শিক্ষা, চিকিতসা, বাসস্থান এই পাঁচ মৌলিক অধিকার মানুষের জন্য ।
এখানে সংঘাতের কোনো স্থান নেই ।
----- সাংঘাতিকদের কর্মকান্ড দেখে কিছু এক কথায় প্রকাশ শিখলাম ,
সংঘাত করে যে - সাংঘাতিক ( হলুদ সাংবাদিক ) :P
সংঘাত ছড়ায় যে - সাংঘাতিক ( হলুদ সাংবাদিক ) :P
-----------------
ডাঃ সাখাওয়াত হোসাইন
( সম্পাদক- Medicallife24.com )
http://fb.com/DrSHo