মুনাজাতের মাঝে মাইকে হঠাত করে , বলছে মুনাজাত কিন্তু শুরু হয়ে গিয়েছে । সকালে নাস্তা করতে নীচে গেলাম , একদল লোক হাত তুলে রোদে বসে আছে , ...
মুনাজাতের মাঝে মাইকে হঠাত করে , বলছে মুনাজাত কিন্তু শুরু হয়ে গিয়েছে ।
সকালে নাস্তা করতে নীচে গেলাম ,একদল লোক হাত তুলে রোদে বসে আছে ,
প্রথমে , বুঝতে পারলাম না ...
কিছুদূর হাটার পর ... দেখলাম কেউ হাত নামাচ্ছে না ।
ব্যাপার কি !!! মাথায় টেকছে না ।
মাইকের শব্দ যখন শুনলাম আমিন ... আমিন ,
তখন ভাবলাম , এটা তো ইজতেমার আখেরী মুনাজাত ।
না, মাথা স্থির করতে পারলাম না ,
সকাল ১০ টা না বাজতেই আখেরী মুনাজাত ... অসম্ভব !!
সব কিছু যেন অস্পষ্ট মনে হচ্ছে ...
আরেকটু সামনে পা বাড়িয়ে , এক চাচারে জিগাইলাম ।
চাচা এটা কি আখেরী মুনাজাত ??
চাচা কইলো ,
হ' বা জান আখেরী মুনাজাত ...
চাচার কথা শুনে টাস্কি খেয়ে গেলাম !
এত সকাল সকাল আখেরী মুনাজাত ।।
কি আর করা ,
আমিও হাত তুলে দাঁড়িয়ে রইলাম ।
মুনাজাতের মাঝে মাইকে হঠাত করে ,
বলছে মুনাজাত কিন্তু শুরু হয়ে গিয়েছে ।
অবাক
১০ মিনিট না হতেই মুনাজাত শেষ ,
বুঝতেই পারলাম না , কিভাবে শেষ হলো ?
কিছু লোক মুনাজাত শেষ হওয়ার পরেও ,
বেশ কিছুক্ষণ মুনাজাত ধরে রইলো , আমিও তাদের একজন ।
যখন মাইকে আমিন - আমিন , শব্দ শোনা যাচ্ছে না ,
তখন ধরে নিলাম মুনাজাত বুজি শেষ ।
হাতটা নামিয়ে নিলাম ।
মুনাজাত শেষে নাস্তার দোকানে বসলাম ,
একের পর এক লোক আসছে , আর আসছে ।
কেউ কেউ জিজ্ঞেস করে ,
ভাই মুনাজাত কয়টায় শুরু হবে ?
কেউ কেউ ,
ভাই মুনাজাত কি শেষ হয়ে গেছে ???
যারা মুনাজাত ধরতে পারেন নাই ,
তারা খুবই বিরক্ত হয়ে চলে গেলেন ।
বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাত
এত সকালে আগে কখনো হয়েছে কি ?
জানি না ।।
Sakhawat Crsc