- ডাক্তার হইয়া করছি পাপঃ গুরু আমায় দে না মাফ - স্বপ্ন লালিত করে ডাক্তারি পড়ে কি যে মসিবতের মধ্যে আছি । ডাক্তার হওয়ার পর জীবন টা ভাজা ভাজা...
- ডাক্তার হইয়া করছি পাপঃ গুরু আমায় দে না মাফ -
স্বপ্ন লালিত করে ডাক্তারি পড়ে কি যে মসিবতের মধ্যে আছি । ডাক্তার হওয়ার পর জীবন টা ভাজা ভাজা হইয়া জনগনের জন্য। তবুও ক্ষ্যাপা দের মন জয় করা যায় না। চিকিৎসা পাইয়া ভালো হইয়া গেলে চিকিৎসার দোষ না দিতে পারলে অন্তত ফ্লোরে রাইখা সেবা দিছি এই দোষ ধইরা যাইবো।সেবা জিনিসটা এখন বংগ বাজারের কাপড় হইয়া গেছে। চাইলে ৫০ টাকা দিয়াও কিনতে পারবেন। আবার ঐ জিনিস শো রুমে সাজাইয়া রাখলে হাজার টাকা দামে বিক্রী করা যাবে । সরকারী হাসপাতালে ডাক্তার রা পোস মারা টাইলস করা বিল্ডীং আর কেবিন দিতে পারে না কিন্তু সর্বোচ্চ সেবা দিতে পারে। আর নামি দামি ৫ তারকা হোটেলের মতো প্রাইভেট হাসপাতাল গুলো টাকা কামানোর জন্য ঐ গুলো বানাইছে। ওখানে গিয়ে এসি রুমে থাইকা লক্ষ কোটি টাকা গুনতে জনগনের খারাপ লাগে না। তাদের খারাপ লাগে ১০ টাকার একটা টিকেট কাইটা রোগী দেখাইতে। ফ্রি চিকিৎসা পাইয়া জনগন আর ডাক্তার গো মানুষ ভাবতে পারছে না।
আর সেবা দেবার জন্য ১ মিনিট লেট অথবা রোগের জন্য রোগী মারা গেলেও দোষ আসবে ডাক্তারের ঘাড়ে। মিডিয়া আসলেই বলে একবারো ডাক্তার দেখতে আসে নাই । আর মিডীয়া বাবা তো " কর্তব্যে অবহেলা" শব্দটা কে ডাক্তার দের জন্য গালি তে রুপান্তরিত করেছে।
পুনশ্চঃ
" সামান্য অনার্স পাস কইরা সরকারী কর্মকর্তা কর্মচারী আইসা ডাক্তার গো লগে ফুটানি মারে।তাদের ডিগ্রী লইয়া পার্ট লয়। তখন বলতে ইচ্ছা করে -আরে তোদের তো নামে অনার্স, আর আসল " অনার্স " ডাক্তার রা সাবজেক্টে সাবজেক্টে পায়" ।
Courtesy - DrSayed Sujon
ডাঃ সাঈদ সুজনের সকল লেখা পড়তে এখানে ক্লিক করুন ।