মেডিকেলীয় লাভ স্টোরি ১ম বর্ষ থেকেই অর্পিতাকে খুব পছন্দ করতো অর্ক।ডেমো ক্লাসে ভিসেরার ডেমো দিয়ে অর্পিতার সাথে পরিচয়,ডিসেকশন টেবি...
মেডিকেলীয় লাভ স্টোরি
১ম বর্ষ থেকেই অর্পিতাকে খুব পছন্দ করতো অর্ক।ডেমো ক্লাসে ভিসেরার ডেমো দিয়ে অর্পিতার সাথে পরিচয়,ডিসেকশন টেবিলে ক্যাডেভার ডিসেকশনের মধ্য দিয়ে অর্পিতার কাছে আসা,পাশাপাশি দাঁড়িয়ে হিস্টোলোজির স্লাইড দেখার সময় থেকেই ভালো লাগা আর একসাথে রোগীর হিস্ট্রি নেওয়ার মধ্য দিয়ে অনেকটা নিজের অজান্তেই অর্পিতার প্রতি অর্কর ভালো লাগাটা একসময় ভালোবাসায় রূপান্তরিত হল।
অর্ক মনে মনে ঠিক করলো এবার তার মনের কথাটা অর্পিতাকে জানিয়ে দিবে।বেশ কয়েকবারই বলার চেষ্টা করেও কথাটি বলতে পারে নি অর্ক।
দেখতে দেখতে ফাইনাল ইয়ারে উঠে গেল অর্ক।এবার আর দেরি করা যাবে না।পরেরদিন অর্ক আর ওয়ার্ডের ক্লাসে না এসে অর্পিতার জন্য অপেক্ষার প্রহর গুণতে লাগল।
কিছুক্ষণ পর অর্পিতা ওয়ার্ড শেষে ড্যাভিডসনের মেডিসিন বই হাতে ফিরছিল।ফাইনালি ফাইনাল ইয়ারে অর্ক সাহস করে প্রপোজ করেই ফেলল।
কিন্তু অর্পিতা কোন উত্তর দিল না বরং তার ড্যাভিডসনের বইটা অর্কের কাছে দিয়েই চলে গেল।অর্পিতার আচরণে অনেক কষ্ট পেল অর্ক।ঐ দিন থেকে সে মনে মনে প্রতিজ্ঞা করল আর কখনো অর্পিতার সাথে কোন রকম যোগাযোগ রাখবে না।ব্যর্থ হৃদয়ে ড্যাভিডসনের বই হাতে আশা ভঙ্গের এক রাশ হতাশা মুঠোবন্দি করে রুমে ফিরে এল।
ইর্ন্টাণশিপ শেষ হল।পোস্ট গ্রাজুয়েশন করার সময় অর্ক অর্পিতার দেওয়া শেষ উপহার ড্যাভিডসন বইটা পড়তে গিয়ে তার চোখ থেকে দুফোঁটা জল কপল গড়িয়ে বইয়ের উপর পড়ল কারণ ছোট্ট একটা চিরকুটে লেখা ছিল আই ইউ।
কিন্তু ততদিনে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে,যমুনার জল কালো খেকে কালোতর হয়ে গেছে, উওরার জ্যাম দীর্ঘতর হতে হতে মহাখালি পর্যন্ত বিস্তৃত হয়েছে আর অর্পিতা অর্ককে ভুলে গিয়ে অন্য আরেকজনের সংসার করা শুরু করে দিয়েছে।
মোরাল অব দা স্টোরি:ড্যাভিডসন পোস্ট গ্রাজুয়েশন থেকে নয় ৫ম বর্ষ খেকে পড়তে হয় আর ফাঁকিবাজদের গাইড বই পড়ার ফাঁকে ফাঁকে একটু মেইন বই পড়া উচিত