::: অনেক গরম পড়ছে তাই একটা স্মৃতি মনে পড়ে গেলো আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না যদিও ঘটনা টি বাস্তব সত্য ::: ২০০৯ সালের মাঝামাঝি আ...
::: অনেক গরম পড়ছে তাই একটা স্মৃতি মনে পড়ে গেলো
আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না যদিও ঘটনা টি বাস্তব সত্য :::
২০০৯ সালের মাঝামাঝি আমাদের ফার্মাকোলজি টার্ম পরীক্ষা চলে,
তখন এতো বেশি গরম পড়েছিলো, যা বলার ভাষা তখন ছিলো না , এরই মধ্যে বয়েজ হোস্টেলে কারেন্ট ও সে দিন ছিলো না , যার ফলে পানি ও ছিলো না,
কি আর করা সারারাত জেগে জেগে কাটালাম, সকালে একটু ঘুমিয়ে ভাইভা দিতে কলেজে আসলাম তারপর যা হলো শুনুন :::::
ম্যাডাম - পড়ে এসেছ তো,
ছাত্র - না ম্যাডাম পড়তে পারি নি ,
ম্যাডাম - কেন পড়তে পারো নি ?
ছাত্র - ম্যাডাম, এমনিতে ভীষণ গরম তার মধ্যে আবার হোস্টেলে পানি ছিলো না , বিদ্যুত ছিলো না, তাই পড়তে পারি নাই ।
ম্যাডাম - এগুলো আমাকে বলে কি হবে ?, প্রিন্সিপ্যালকে গিয়ে বলো,
আমি ত আর হোস্টেলে পানি ও বিদ্যুত সাপ্লাই দিতে পারবো না ,
আমার কাজ পরীক্ষা নেওয়া ,
তুমি পরীক্ষা দিবে কি না সেটা বলো .?
ছাত্র - জি ম্যাডাম
ম্যাডাম- কার্ড উঠাও
ছাত্র - ম্যাডাম কোনটা উঠাবো,(কোনোটাই তো ঠিকমত পড়ে আসি নাই কি যে করি ... !!! )
ম্যাডাম - পরীক্ষা আমি দিচ্ছি না কি তুমি দিচ্ছ ? একটা উঠাও
ছাত্র - ম্যাডাম , Adrenaline এর মেকানিজম আপনার লেকচারেরটা বলবো না কি ক্যাটজাঙ্গের টা বলবো !
ম্যাডাম - এই ছেলে তোমার মুখে ক্যাটজাং কিভাবে বের হলো ?
তুমি কি এই বই পড় ?
ছাত্র - না ম্যাডাম লাইব্রেরী থেকে ধার করে কয়েকটা পৃষ্টা ফটোকপি করেছিলাম আইটেম দেয়ার জন্য ,
ম্যাডাম - বুঝতে পারছি তোমার কোনোটাই মনে আসছে না ,
কি আর করার , যাও তোমার পরের জনকে পাঠাও ...
--- লিখেছেন ---
সাখাওয়াত হোসাইন
সম্পাদক - মেডিকেল লাইফ ২৪ ডট কম ও ফ্যান পেজ ।
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন
আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না যদিও ঘটনা টি বাস্তব সত্য :::
২০০৯ সালের মাঝামাঝি আমাদের ফার্মাকোলজি টার্ম পরীক্ষা চলে,
তখন এতো বেশি গরম পড়েছিলো, যা বলার ভাষা তখন ছিলো না , এরই মধ্যে বয়েজ হোস্টেলে কারেন্ট ও সে দিন ছিলো না , যার ফলে পানি ও ছিলো না,
কি আর করা সারারাত জেগে জেগে কাটালাম, সকালে একটু ঘুমিয়ে ভাইভা দিতে কলেজে আসলাম তারপর যা হলো শুনুন :::::
ম্যাডাম - পড়ে এসেছ তো,
ছাত্র - না ম্যাডাম পড়তে পারি নি ,
ম্যাডাম - কেন পড়তে পারো নি ?
ছাত্র - ম্যাডাম, এমনিতে ভীষণ গরম তার মধ্যে আবার হোস্টেলে পানি ছিলো না , বিদ্যুত ছিলো না, তাই পড়তে পারি নাই ।
ম্যাডাম - এগুলো আমাকে বলে কি হবে ?, প্রিন্সিপ্যালকে গিয়ে বলো,
আমি ত আর হোস্টেলে পানি ও বিদ্যুত সাপ্লাই দিতে পারবো না ,
আমার কাজ পরীক্ষা নেওয়া ,
তুমি পরীক্ষা দিবে কি না সেটা বলো .?
ছাত্র - জি ম্যাডাম
ম্যাডাম- কার্ড উঠাও
ছাত্র - ম্যাডাম কোনটা উঠাবো,(কোনোটাই তো ঠিকমত পড়ে আসি নাই কি যে করি ... !!! )
ম্যাডাম - পরীক্ষা আমি দিচ্ছি না কি তুমি দিচ্ছ ? একটা উঠাও
ছাত্র - ম্যাডাম , Adrenaline এর মেকানিজম আপনার লেকচারেরটা বলবো না কি ক্যাটজাঙ্গের টা বলবো !
ম্যাডাম - এই ছেলে তোমার মুখে ক্যাটজাং কিভাবে বের হলো ?
তুমি কি এই বই পড় ?
ছাত্র - না ম্যাডাম লাইব্রেরী থেকে ধার করে কয়েকটা পৃষ্টা ফটোকপি করেছিলাম আইটেম দেয়ার জন্য ,
ম্যাডাম - বুঝতে পারছি তোমার কোনোটাই মনে আসছে না ,
কি আর করার , যাও তোমার পরের জনকে পাঠাও ...
--- লিখেছেন ---
সাখাওয়াত হোসাইন
সম্পাদক - মেডিকেল লাইফ ২৪ ডট কম ও ফ্যান পেজ ।
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন