ডাঃ মুরাদের পোস্টমর্টেম : কর্তৃপক্ষের অনেক রকম টাল বাহানা, মুরাদের কয়েকজন সহপাঠী,পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, সর্বোপরি অনেক কাঠ-খ...
ডাঃ মুরাদের পোস্টমর্টেম :
কর্তৃপক্ষের অনেক রকম টাল বাহানা, মুরাদের কয়েকজন সহপাঠী,পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, সর্বোপরি অনেক কাঠ-খড় পোড়ানোর পর অবশেষে ডাঃ মুরাদের চূড়ান্ত পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলো কয়েকদিন আগে।পোস্টমর্টেম সম্পাদনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ না জানিয়ে পারছি না যে, এতো চাপের মধ্যে থেকেও কিছুটা হলেও সত্যি কথা বলার মতো সৎসাহস তারা দেখিয়েছেন। পোস্টমর্টেমে পানিতে ডুবে মারা যাওয়ার মতো কোন আলামত পাওয়া যায় নাই। তবে তারা এটাকে হত্যা বলেও কোন মন্তব্য করেন নি !
মেডিকেল লাইফ ফ্যান পেজ
ফেসবুকে পাবলিশ হওয়া লাশের ছবিতে চোখে, গলায় আঘাতের চিহ্ন দেখা গেলেও অভিজ্ঞ স্যারেরা নাকি মুরাদের শরীরে কোন আঘাতের চিহ্নই খুঁজে পান নাই !! ভিসেরা রিপোর্টও নরমাল ।
মুরাদ পানিতে ডুবেও মরে নাই, কেউ আঘাত ও করে নাই, কেউ বিষও খাওয়ায় নাই, তাহলে কিভাবে মারা গেলো ? গলাচিপায় কি ভুতের উপদ্রব আছে নাকি?
সন্ধেহভাজন আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ নাকি কাউকেই খুজে পাচ্ছে না !
পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কোন কারন নাই, মামলার আসামীদের কোন খবর নাই, আমরা ডাক্তাররা ফেসবুকে দুই-চারদিন হেন করেগা, তেন করেগা বলে ঝড় উঠিয়ে এখন আমাদেরও আর কোন খবর নাই !
ভুতের উপদ্রব মনে হচ্ছে সুদু গলাচিপাতেই না, সাড়া দেশেই ছড়িয়েছে । তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, মুরাদের হত্যাকারীদের যদি নাও ধরতে পারেন দয়া করে ওঁঝা ডেকে এই ভুত গুলোকে তাড়ান, নাহলে আপনি ও হয়তো একদিন মুরাদ হয়ে কোন এক পুকুরে ভেসে উঠবেন !
Golam Sarwar
Brisbane, Australia ·