|| " বাঁশবাগানের ফাঁকে দেখ চাঁদ উঠেছে ঐ . . . " || যারা ডাক্তার হবার স্বপ্ন বুকে পিঠে এবং পেটে লালন করে , তারা শুধু ঐ চ...
|| " বাঁশবাগানের ফাঁকে দেখ চাঁদ উঠেছে ঐ . . . " ||
যারা ডাক্তার হবার স্বপ্ন বুকে পিঠে এবং পেটে লালন করে , তারা শুধু ঐ চাঁদ টাকেই দেখতে পায় , চাঁদ টা পেতে হলে যে মেডিকেল লাইফ নামের সুবিশাল এক বাঁশ বাগান পাড়ি দিতে হয় ...সেটা তাদের কল্পজগত কে নাড়া দিতে পারেনা ।
হতভাগারা . . . না যারা চান্স পায়নি তাদের বলছিনা , যারা বাপের লক্ষ টাকা পানিতে ফেলে প্রশ্ন কিনে , নামেমাত্র পরীক্ষা দিয়ে চান্স পেতে যাচ্ছ দেশের নামকরা সব চিকিত্সা বিদ্যাপীঠে , সেই সকল মহান ব্যক্তিদের বলছি , বেশি লাভ করতে গিয়ে যেমন কৃষক তার সোনার ডিমপাড়া হাঁস এর গলা কেটেছিল . . . তোমরা তেমনি তোমাদের এবং যারা প্রকৃতার্থে চান্স পেত , তাদের সকল সম্ভাবনার গলা কেটে হত্যা করে ফেললে ।
আগামী ৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধিসম জীবনে তোমাদের স্বাগতম ।
সমস্যা কি ? বুড়িগঙ্গা ত আছেই , না হয় সেই তীরে বসে প্রমোদ ধোঁয়ায় টান দিয়ে তোমরাও ভুলে যাওয়ার চেষ্টা করতে থাকবে সব ব্যর্থতা . . .
আর যারা প্রকৃতার্থে চান্স পেতে , কিন্তু , আগের রাতে ভাগ্য টা কিনতে পারনি , তাদের জন্য এই জাতির সন্তান হিসেবে আমরা লজ্জিত । দুঃখ আমাদের যে আমরা আমাদের সমযোগ্যতাসম্পন্ন সতীর্থ পেলাম না ।
ধরে নিও , তোমাদের স্বপ্ন টা কোন এক কালোবিড়ালের পেটে গেছে . . .
Written by - Muzakkir Rahman Pias
--- Sir SalimUllah medical College ---
যারা ডাক্তার হবার স্বপ্ন বুকে পিঠে এবং পেটে লালন করে , তারা শুধু ঐ চাঁদ টাকেই দেখতে পায় , চাঁদ টা পেতে হলে যে মেডিকেল লাইফ নামের সুবিশাল এক বাঁশ বাগান পাড়ি দিতে হয় ...সেটা তাদের কল্পজগত কে নাড়া দিতে পারেনা ।
হতভাগারা . . . না যারা চান্স পায়নি তাদের বলছিনা , যারা বাপের লক্ষ টাকা পানিতে ফেলে প্রশ্ন কিনে , নামেমাত্র পরীক্ষা দিয়ে চান্স পেতে যাচ্ছ দেশের নামকরা সব চিকিত্সা বিদ্যাপীঠে , সেই সকল মহান ব্যক্তিদের বলছি , বেশি লাভ করতে গিয়ে যেমন কৃষক তার সোনার ডিমপাড়া হাঁস এর গলা কেটেছিল . . . তোমরা তেমনি তোমাদের এবং যারা প্রকৃতার্থে চান্স পেত , তাদের সকল সম্ভাবনার গলা কেটে হত্যা করে ফেললে ।
আগামী ৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধিসম জীবনে তোমাদের স্বাগতম ।
সমস্যা কি ? বুড়িগঙ্গা ত আছেই , না হয় সেই তীরে বসে প্রমোদ ধোঁয়ায় টান দিয়ে তোমরাও ভুলে যাওয়ার চেষ্টা করতে থাকবে সব ব্যর্থতা . . .
আর যারা প্রকৃতার্থে চান্স পেতে , কিন্তু , আগের রাতে ভাগ্য টা কিনতে পারনি , তাদের জন্য এই জাতির সন্তান হিসেবে আমরা লজ্জিত । দুঃখ আমাদের যে আমরা আমাদের সমযোগ্যতাসম্পন্ন সতীর্থ পেলাম না ।
ধরে নিও , তোমাদের স্বপ্ন টা কোন এক কালোবিড়ালের পেটে গেছে . . .
Written by - Muzakkir Rahman Pias
--- Sir SalimUllah medical College ---