শুভ রাত্রি , শীত কেমন ? আজ আমি আপনাদের সাথে একটি ওয়াইফাই হটস্পট সফটওয়্যার শেয়ার করছি । যার নাম Connectify Hotspot । আর এই সফটওয়্যারটিও ...
শুভ রাত্রি , শীত কেমন ? আজ আমি আপনাদের সাথে একটি ওয়াইফাই হটস্পট সফটওয়্যার শেয়ার করছি । যার নাম Connectify Hotspot । আর এই সফটওয়্যারটিও যারা বাসায় WI FI ইউজ করেন তারা অনেকে এটা মোবাইলের WIFI এর জন্য ব্যবহার করেন । এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসি তে একটি ভার্চুয়াল হটস্পট তৈরি করতে পারবেন। এই হটস্পট থেকে আপনি কয়েকটি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে পারবেন যেমন আপনার tablet,mobile যেগুলো তে ওয়াইফাই আছে। যদি আপনার পিসি/ল্যাপটপ দিয়ে একাধিক ইন্টারনেট ইউজ করতে হয় তাহলে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। হয়ত খারাপ লাগবে না। আর যেমন ই লাগুক আমাকে কমেন্ট করে জানাবেন। নিচে ডাউনলোড লিঙ্ক দিলামঃ
How to do Internet Sharing by Connectify Hotspot:
ল্যাপটপের জন্য ডাউনলোড করুন Connectify Pro 7.1
এবার আপনার হটস্পট Ready to Connect।
- প্রথমে ডাউনলোড করুন Connectify Hotspot।
- Connectify ওপেন করুন।
- এবার আপনার হটস্পটের একটা নাম দিন।
- Sharing Mode এ WPA2 সিলেক্ট করে Password এ A-F এবং ০-৯ এর কম্বিনেশনে 10 digit এর একটি password দিন।
- Internet to share এ আপনার existing internet connection সিলেক্ট করুন (Wi-Fi/ Ethernet/Wi-Max)
- Share Over এ Wi-Fi সিলেক্ট করুন।
- Firewall এর দুটো অপশনেই টিক মারুন।
- এবার Start Hotspot এ ক্লিক করুন।
এখন আপনার ফোনের Wi-Fi on করলেই আপনার হটস্পটের নাম দেখতে পারবেন
এবার Connect করুন আপনার দেওয়া password দিয়ে। আপনার ফোন এবার নেট কানেক্টেড । কেমন লাগলো বলবেন ভিজিট করতে পারেন
Collected - from MSH28