মাত্র কয়েকটা দিন পরই নতুনদের আগমনে মুখরিত হবে পুরো ক্যাম্পাস। তীব্র শীতে নির্জীব হয়ে পরা শুকনো পাতা যেন বসন্তের ছোঁয়ায় নতুন প্রাণের সঞ্চার...
মাত্র কয়েকটা দিন পরই নতুনদের আগমনে মুখরিত হবে পুরো ক্যাম্পাস।
তীব্র শীতে নির্জীব হয়ে পরা শুকনো পাতা যেন বসন্তের ছোঁয়ায় নতুন প্রাণের সঞ্চারে সতেজ হয়ে উঠে।
তেমনি জুনিয়রদের আগমনে ক্যাম্পাস জুড়ে নতুন প্রাণের ছোঁয়া লাগবে।
১ম বর্ষের স্টুডেন্টদের কিছু স্বভাব সুলভ বৈশিষ্ট্যঃ
-পরিষ্কার,ঝকঝকে,আয়রন করা,নীলাভ এপ্রণ(কিছু কিছু পোলাপানের এপ্রণে নীলের পরিমাণ এতটাই বেশী এটি সাদা না নীল বুঝার উপায় নাই)-নিজের শরীরে ময়লা লাগুক কিন্তু এপ্রনে ময়লা লাগতে দেওয়া যাবে না।প্রতি সপ্তাহে এপ্রন পরিষ্কার করা ফরয কাজ।রুম থেকে এপ্রন পরে কলেজে যাবে তারপর আবার ফের রুমে এসেই এপ্রন খুলবে।
আর ছোট্ট আপুণিদের বেলায় চলন্ত গাড়িতে বাড়ির পথে,পড়ন্ত বিকেলে শপিং মলে সব জায়গায় নিত্য দিনের সঙ্গি মহামূল্যবান এপ্রন।কিছুদিন পর অনেকেরই এপ্রনে আসে বিবর্তন বাদ দৈর্ঘ্য ছোট হবার পাশাপাশি পিছনে দুই খানা ফিতাও যুক্ত হতে দেখা যায়।তবে এপ্রণের লাবণ্য রয়ে যায় আগের মতন:-P
-স্যুট বুটেট ফুলবাবু হয়ে সকাল আটটার পূর্বে কলেজে আসা।রিডিং রুমে সর্বাধিক সংখ্যায় অবাধ বিচরণ।কিছু কিছু জুনিয়র পিঠে ঝুলানো ব্যাগ দেখলে মনে হয় ওর চেয়ে ব্যাগের ওজনই বেশী হবে:-P
-কলেজে যাত্রাকালে,মসজিদ থেকে ফেরার পথে,ডাইনিং খাবার টেবিলে আলোচনার বিষয়বস্তু থাকে আইটেম।বাবা মায়ের দুয়া নিয়ে,অনেকে আবার নির্ঘুম সারারাত্রি পড়ে,ফেইস বুকে স্ট্যাটাস প্রসব করে হাজির হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আইটেমে অংশ নিতে।:-P
-এপ্রন পরে ক্যাডেভারের সাথে,ভিসেরা হাতে,হিস্টোলোজির মাইক্রোস্কোপের সাথে মিডিয়ালি লাটেরালি সুপিরিয়লাটেরালিসহ আরও অনেক ভিউতে প্রোপিক আপলোডের ঝড়।:-P
-নতুন নতুন মেডিকেল টার্ম ব্যবহারও চোখে পড়ার মত।যেমনঃ
>দোস্ত লবণের বাটিটা একটু লাটেরালি থেকে ২সে.মি. সামনে দে তো।
>মামা মুরগির কারটিলেজটা দিবেন
>ডালের সলিউট দিস সলভেন্ট দিস না।
-সালাম দেওয়া এবং প্রতি সপ্তাহে বাড়ি যাওয়ার দৌড়ে তারা সবাইকে ছাড়িয়ে এক পা এগিয়ে।
-আঁতেল সংখ্যাও সবচেয়ে বেশী থাকে।হরেক রকম আঁতেল আছে যেমন পিউর আতেল,পারশিয়াল আতেল,মৌসুমি আঁতেল ইত্যাদি।কিছু আবার সিউডো আঁতেল স্বজাতি কিংবা বিপরীত জাতি(এইটাই বেশী)ডেমো দিতে দিন রাত খেঁটে মরে:-P
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অভিযানে অংশ নেওয়া সকল নিওনেন্টদের প্রতি গভীর সমবেদনা:-P উইথ অনেক শুভকামনা:-)
লিখেছেন - আবিদুর রহমান নিশাত
- ময়মনসিংহ মেডিকেল কলেজ -
তীব্র শীতে নির্জীব হয়ে পরা শুকনো পাতা যেন বসন্তের ছোঁয়ায় নতুন প্রাণের সঞ্চারে সতেজ হয়ে উঠে।
তেমনি জুনিয়রদের আগমনে ক্যাম্পাস জুড়ে নতুন প্রাণের ছোঁয়া লাগবে।
১ম বর্ষের স্টুডেন্টদের কিছু স্বভাব সুলভ বৈশিষ্ট্যঃ
-পরিষ্কার,ঝকঝকে,আয়রন করা,নীলাভ এপ্রণ(কিছু কিছু পোলাপানের এপ্রণে নীলের পরিমাণ এতটাই বেশী এটি সাদা না নীল বুঝার উপায় নাই)-নিজের শরীরে ময়লা লাগুক কিন্তু এপ্রনে ময়লা লাগতে দেওয়া যাবে না।প্রতি সপ্তাহে এপ্রন পরিষ্কার করা ফরয কাজ।রুম থেকে এপ্রন পরে কলেজে যাবে তারপর আবার ফের রুমে এসেই এপ্রন খুলবে।
আর ছোট্ট আপুণিদের বেলায় চলন্ত গাড়িতে বাড়ির পথে,পড়ন্ত বিকেলে শপিং মলে সব জায়গায় নিত্য দিনের সঙ্গি মহামূল্যবান এপ্রন।কিছুদিন পর অনেকেরই এপ্রনে আসে বিবর্তন বাদ দৈর্ঘ্য ছোট হবার পাশাপাশি পিছনে দুই খানা ফিতাও যুক্ত হতে দেখা যায়।তবে এপ্রণের লাবণ্য রয়ে যায় আগের মতন:-P
-স্যুট বুটেট ফুলবাবু হয়ে সকাল আটটার পূর্বে কলেজে আসা।রিডিং রুমে সর্বাধিক সংখ্যায় অবাধ বিচরণ।কিছু কিছু জুনিয়র পিঠে ঝুলানো ব্যাগ দেখলে মনে হয় ওর চেয়ে ব্যাগের ওজনই বেশী হবে:-P
-কলেজে যাত্রাকালে,মসজিদ থেকে ফেরার পথে,ডাইনিং খাবার টেবিলে আলোচনার বিষয়বস্তু থাকে আইটেম।বাবা মায়ের দুয়া নিয়ে,অনেকে আবার নির্ঘুম সারারাত্রি পড়ে,ফেইস বুকে স্ট্যাটাস প্রসব করে হাজির হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আইটেমে অংশ নিতে।:-P
-এপ্রন পরে ক্যাডেভারের সাথে,ভিসেরা হাতে,হিস্টোলোজির মাইক্রোস্কোপের সাথে মিডিয়ালি লাটেরালি সুপিরিয়লাটেরালিসহ আরও অনেক ভিউতে প্রোপিক আপলোডের ঝড়।:-P
-নতুন নতুন মেডিকেল টার্ম ব্যবহারও চোখে পড়ার মত।যেমনঃ
>দোস্ত লবণের বাটিটা একটু লাটেরালি থেকে ২সে.মি. সামনে দে তো।
>মামা মুরগির কারটিলেজটা দিবেন
>ডালের সলিউট দিস সলভেন্ট দিস না।
-সালাম দেওয়া এবং প্রতি সপ্তাহে বাড়ি যাওয়ার দৌড়ে তারা সবাইকে ছাড়িয়ে এক পা এগিয়ে।
-আঁতেল সংখ্যাও সবচেয়ে বেশী থাকে।হরেক রকম আঁতেল আছে যেমন পিউর আতেল,পারশিয়াল আতেল,মৌসুমি আঁতেল ইত্যাদি।কিছু আবার সিউডো আঁতেল স্বজাতি কিংবা বিপরীত জাতি(এইটাই বেশী)ডেমো দিতে দিন রাত খেঁটে মরে:-P
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অভিযানে অংশ নেওয়া সকল নিওনেন্টদের প্রতি গভীর সমবেদনা:-P উইথ অনেক শুভকামনা:-)
লিখেছেন - আবিদুর রহমান নিশাত
- ময়মনসিংহ মেডিকেল কলেজ -