ত্বকের ক্যান্সারের চিকিতসায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছেন বিজ্ঞানীরা। নতুন এ চিকিৎসা পদ্ধতিতে দু’টো আলাদা ওষুধ ব্যবহার হচ্ছে এবং এ ওষুধে...
ত্বকের ক্যান্সারের চিকিতসায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছেন বিজ্ঞানীরা। নতুন এ চিকিৎসা পদ্ধতিতে দু’টো আলাদা ওষুধ ব্যবহার হচ্ছে এবং এ ওষুধের গুণে রোগীর দেহ প্রতিরক্ষা ব্যবস্থা আবার চাঙ্গা হয়ে উঠছে।
এরই মধ্যে মেলানোমায় আক্রান্ত মারাত্মক রোগীদের ওপর এ চিকিৎসা করে নজরকাড়া সুফল পাওয়া গেছে।
এ চিকিৎসা ব্যবস্থা এতটাই সুফল দিচ্ছে যে এক চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, গবেষকরা এখন ক্যান্সার সারিয়ে তুলতে পারার কথাটি যে জোর দিয়ে বলতে পারছেন তা সত্যিই বিস্ময়কর। এ ছাড়া, কিডনি এবং ফুসফুসের ক্যান্সার বা কর্কটরোগে আক্রান্ত রোগীদের ওপর এ চিকিতসা পদ্ধতি প্রয়োগ করে ‘খুবই শিহরিত’ হওয়ার মতো সুফল পাওয়া গেছে।
এ দুই ওষুধের প্রথমটি হলো আইপিলিমিউম্যাব (ipilimumab) বা আইপিআই এবং এটি ব্যবহারে ত্বকের ক্যান্সারের ১৭ ভাগ রোগী সেরে উঠেছেন বলে আমস্টারডামে ক্যান্সার বিষয়ক ইউরোপীয় কংগ্রেসের সম্মেলনে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া, একই সঙ্গে অ্যান্টি-পিডি১ নামের নতুন একটি ওষুধ প্রয়োগে অর্ধেকের বেশি রোগীর ক্যান্সার ক্লিনিক্যালি সারিয়ে তোলা গেছে। ক্যান্সার কোষের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় অ্যান্টি-পিডি১।
এ দুই ওষুধের কার্যকারিতা দেখে ফ্রান্সের ক্যান্সার চিকিতসার কেন্দ্র- ইন্সটিটিউট গুস্তাভ রৌসি’র অধ্যাপক আলেকজান্ডার এগারমেন্ট বলেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে মারাত্মক মেলানোমা’তে আক্রান্ত ৫০ ভাগের বেশি রোগীকে সারিয়ে তোলা যাবে।
এরই মধ্যে মেলানোমায় আক্রান্ত মারাত্মক রোগীদের ওপর এ চিকিৎসা করে নজরকাড়া সুফল পাওয়া গেছে।
এ চিকিৎসা ব্যবস্থা এতটাই সুফল দিচ্ছে যে এক চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, গবেষকরা এখন ক্যান্সার সারিয়ে তুলতে পারার কথাটি যে জোর দিয়ে বলতে পারছেন তা সত্যিই বিস্ময়কর। এ ছাড়া, কিডনি এবং ফুসফুসের ক্যান্সার বা কর্কটরোগে আক্রান্ত রোগীদের ওপর এ চিকিতসা পদ্ধতি প্রয়োগ করে ‘খুবই শিহরিত’ হওয়ার মতো সুফল পাওয়া গেছে।
এ দুই ওষুধের প্রথমটি হলো আইপিলিমিউম্যাব (ipilimumab) বা আইপিআই এবং এটি ব্যবহারে ত্বকের ক্যান্সারের ১৭ ভাগ রোগী সেরে উঠেছেন বলে আমস্টারডামে ক্যান্সার বিষয়ক ইউরোপীয় কংগ্রেসের সম্মেলনে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া, একই সঙ্গে অ্যান্টি-পিডি১ নামের নতুন একটি ওষুধ প্রয়োগে অর্ধেকের বেশি রোগীর ক্যান্সার ক্লিনিক্যালি সারিয়ে তোলা গেছে। ক্যান্সার কোষের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় অ্যান্টি-পিডি১।
এ দুই ওষুধের কার্যকারিতা দেখে ফ্রান্সের ক্যান্সার চিকিতসার কেন্দ্র- ইন্সটিটিউট গুস্তাভ রৌসি’র অধ্যাপক আলেকজান্ডার এগারমেন্ট বলেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে মারাত্মক মেলানোমা’তে আক্রান্ত ৫০ ভাগের বেশি রোগীকে সারিয়ে তোলা যাবে।