.... আবেগ থেকে লেখা .... মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও বাবা কখনো আমাদের কোন প্রকারের অভাব অনুভব করতে দেয়নি। নিজে চাইনিজ রেস্টুরেন্ট...
.... আবেগ থেকে লেখা ....
মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও বাবা কখনো আমাদের কোন প্রকারের অভাব অনুভব করতে দেয়নি। নিজে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেলেও একটি বারের জন্যও ভাবিনা কিন্তু আমি জানি আমার বাবা চায়ের দোকানে গিয়ে চা খেলেও সেই পাঁচ টাকার কথা চিন্তা করে।
বাড়িতে একসাথে খেতে বসলেও একি দশা;ভাতের সাথে মাংস আর মাছ থাকলে আমাদের মাংস দিয়ে আব্বা মাছ খেতেন ।
বাড়ির গলির সামনেই আব্বার কীটনাশক সারের দোকান আছে কিন্তু কোনদিনই আমাকে একটিবারের জন্যও দোকানে বসতে বলেন নি।
ছোটকাল গ্রামে কাটায় অনেক ডানপিটে আর বেহুদা টাইপের ছিলাম তাই ছোটকালে প্রায়ই নানা অসুখবিসুখে ভুলতাম। একবার এক শীতের রাতে রাত ২-৩ টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হয়,কান্নাকাটি করে পুরো বাড়ির সব মানুষকে ঘুম থেকে উঠতো বাধ্য করেছিলাম।
সেই শীতের রাতেই আব্বা ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ডাক্তার আনতে গেছিলো, তারপর সাইকেলে করেই ডাক্তারকে তার বাড়িতে পৌছে দিয়ে আসেন।
সেই রাতের কথা কখনোই ভুলার নয়।
উত্তরাধিকার সুত্রে আব্বা অনেকগুলোই আমবাগান ও জমি পেয়েছে তাই মাঝে মাঝে আব্বাকে বলি 'আব্বা তুমি তোমার মাত্র একটা আমবাগান বিক্রি করলেই কোটিখানেক টাকা পাবা,তারপর আমরা রাজার হালে দিন কাটাবো '
কিন্তু আব্বা চায় তার নিজের ইনকামের টাকাই আমরা পড়াশুনা করি আর আমিও তাই চাই বাবার টাকাতেই পড়াশুনা শেষ করি ।
আর মায়ের কথা কি বলবো মা তো মায় ।
খুব বেশি ভাগ্যে নিয়ে না জন্মালে এমন বাবা-মা সবার কপালে জুটেনা, হ্যাঁ আমি অনেক ভাগ্যবান।
Written By
Mahfujur Rahman Himel
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন
মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও বাবা কখনো আমাদের কোন প্রকারের অভাব অনুভব করতে দেয়নি। নিজে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেলেও একটি বারের জন্যও ভাবিনা কিন্তু আমি জানি আমার বাবা চায়ের দোকানে গিয়ে চা খেলেও সেই পাঁচ টাকার কথা চিন্তা করে।
বাড়িতে একসাথে খেতে বসলেও একি দশা;ভাতের সাথে মাংস আর মাছ থাকলে আমাদের মাংস দিয়ে আব্বা মাছ খেতেন ।
বাড়ির গলির সামনেই আব্বার কীটনাশক সারের দোকান আছে কিন্তু কোনদিনই আমাকে একটিবারের জন্যও দোকানে বসতে বলেন নি।
ছোটকাল গ্রামে কাটায় অনেক ডানপিটে আর বেহুদা টাইপের ছিলাম তাই ছোটকালে প্রায়ই নানা অসুখবিসুখে ভুলতাম। একবার এক শীতের রাতে রাত ২-৩ টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হয়,কান্নাকাটি করে পুরো বাড়ির সব মানুষকে ঘুম থেকে উঠতো বাধ্য করেছিলাম।
সেই শীতের রাতেই আব্বা ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ডাক্তার আনতে গেছিলো, তারপর সাইকেলে করেই ডাক্তারকে তার বাড়িতে পৌছে দিয়ে আসেন।
সেই রাতের কথা কখনোই ভুলার নয়।
উত্তরাধিকার সুত্রে আব্বা অনেকগুলোই আমবাগান ও জমি পেয়েছে তাই মাঝে মাঝে আব্বাকে বলি 'আব্বা তুমি তোমার মাত্র একটা আমবাগান বিক্রি করলেই কোটিখানেক টাকা পাবা,তারপর আমরা রাজার হালে দিন কাটাবো '
কিন্তু আব্বা চায় তার নিজের ইনকামের টাকাই আমরা পড়াশুনা করি আর আমিও তাই চাই বাবার টাকাতেই পড়াশুনা শেষ করি ।
আর মায়ের কথা কি বলবো মা তো মায় ।
খুব বেশি ভাগ্যে নিয়ে না জন্মালে এমন বাবা-মা সবার কপালে জুটেনা, হ্যাঁ আমি অনেক ভাগ্যবান।
Written By
Mahfujur Rahman Himel
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন