শোনা কথা, একটু এদিক সেদিক হলেও সত্যি ঘটনা এটি ডাঃ নূর জাহান ভূইঁয়া, বাংলাদেশের গাইনি সাবজেক্ট এর পাইওনিয়ার, উনি একাধারে চট্টগ্রাম মেডিক...
শোনা কথা, একটু এদিক সেদিক হলেও
সত্যি ঘটনা এটি
ডাঃ নূর জাহান ভূইঁয়া, বাংলাদেশের
গাইনি সাবজেক্ট এর পাইওনিয়ার,
উনি একাধারে চট্টগ্রাম মেডিকেল
কলেজের গাইনোকলজি র হেড অব দ্য
ডিপার্টমেন্ট, চট্টগ্রাম মেডিকেলের
প্রিন্সিপাল, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ফ্যাকাল্টির
ডীন ছিলেন।
উনি প্রিন্সিপাল
থাকা কালীন সময়ে তৎকালীন সরকারের
উচ্চপর্যায়ের এক কর্মকর্তাকে চমেক
হাসপাতালের ICU তে ভর্তি করা হয়।
সবাই জানতো মৃত্যু নিশ্চিত
হয়ে গেছে কিন্তু ম্যাডাম পিছু হটলেন
না তিনি দেড় দিন প্রানান্ত পরিশ্রম
করলেন যখন ঐ রোগীর ছোট
ছেলে আসলো তখন রোগী একটি বারের জন্য
ছেলের দিকে চেয়ে কিছু বলার
চেষ্টা করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন,
রোগীর ছেলে জানতো তার বাবা আর নেই
তাই সে যে বাবাকে জীবিত
দেখবেনা সেই মানসিকতা তার
ছিলো তবুও জীবিত দেখা এবং চোখের
সামনে মারা যাওয়া দেখে সে কিছুটা বির
ম্যাডামকে জিজ্ঞেস করলোঃ বাচানো যখন
যাবেই না তখন এত্তো সব যন্ত্রপাতি আর
নল বসানোর কি দরকার?
ম্যাডাম খুবই রাগী ছিলেন যার
কিংবদন্তী আজও সিএমসি র অনেকের
মুখে শোনা যায়
তিনি শান্ত ভাবেই জবাব দিলেন - আপনার
বাবা মারা যাওয়ার সময় মুখ
খুলে কি বলতে চেয়েছিলেন জানেন??
না তো, ছেলের ভ্যাবাচ্যাকা খেয়ে উত্তর
ম্যাডাম বললেন : উনি বলেছেন " এই
মানুষ গুলো আজরাইল এর হাত থেকে দেড়
দিন রক্ষা করছে শুধু কলিজার
টুকরো ছেলেকে এক নজর দেখার জন্য, আমার
সে ইচ্ছে পূরন হয়েছে ; পারলে এই
ডাক্তারদের একটা ধন্যবাদ দিও "
ছেলেটি ম্যাডামের এই উত্তর
শুনে এতোটাই কান্না করেছিল যে তাকেও
হসপিটালে ভর্তি রাখতে হয়
আমার এই স্মৃতিচারণ এই জন্য যখন
পত্রিকায় দেখলাম প্রেমিক
প্রেমিকা যুগলের আত্মহত্যা করার
চেষ্টায় পানিতে লাফ
দেয়া এবং ছেলেটির মৃত্যু
কয়েকটি অনুসিদ্ধান্ত :
1. Ashiqui 2 মুভি মুক্তির পর এই
পদ্ধতিতে মানে পানিতে ঝাপ,
কিংবা উপর হতে ঝাপ
দিয়ে আত্মহত্যা বেড়েছে
2. ছেলে এবং মেয়েদের মধ্য
হতে প্রথমে ছেলে ঝাপ
দিচ্ছে মানে ছেলেদের emotion
বেড়েছে এবং জীবনের দাম কমেছে
3.
ছেলে এবং মেয়ে দুজনে পানিতে পড়লো অথচ
ছেলেটি মারা গেল মানে ছেলেদের
জীবনী শক্তি হ্রাস পেয়ে "পুটি মাছের
প্রাণ " আর মেয়েদের " কই মাছের প্রাণ "
হচ্ছে
4. ইদানীং ক্লাস এইট হতে টেন পর্যন্ত
এই প্রবনতা বেড়েছে, তাদের ধর্মশিক্ষার
সাথে নৈতিক শিক্ষা যোগের সুফল
কি এটা?
5. বাবা মা এর আদরের মান
কি কমে গেছে নাকি প্রেমিকার
ভালবাসা এর মান
বেড়ে গেছে তা অ্যানালিটিক্যাল যন্ত্র
দিয়ে মাপার সময় এসেছে .
Written By .....
------------------------
Dr.Muhammed Jewel, CMC
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন
সত্যি ঘটনা এটি
ডাঃ নূর জাহান ভূইঁয়া, বাংলাদেশের
গাইনি সাবজেক্ট এর পাইওনিয়ার,
উনি একাধারে চট্টগ্রাম মেডিকেল
কলেজের গাইনোকলজি র হেড অব দ্য
ডিপার্টমেন্ট, চট্টগ্রাম মেডিকেলের
প্রিন্সিপাল, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ফ্যাকাল্টির
ডীন ছিলেন।
উনি প্রিন্সিপাল
থাকা কালীন সময়ে তৎকালীন সরকারের
উচ্চপর্যায়ের এক কর্মকর্তাকে চমেক
হাসপাতালের ICU তে ভর্তি করা হয়।
সবাই জানতো মৃত্যু নিশ্চিত
হয়ে গেছে কিন্তু ম্যাডাম পিছু হটলেন
না তিনি দেড় দিন প্রানান্ত পরিশ্রম
করলেন যখন ঐ রোগীর ছোট
ছেলে আসলো তখন রোগী একটি বারের জন্য
ছেলের দিকে চেয়ে কিছু বলার
চেষ্টা করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন,
রোগীর ছেলে জানতো তার বাবা আর নেই
তাই সে যে বাবাকে জীবিত
দেখবেনা সেই মানসিকতা তার
ছিলো তবুও জীবিত দেখা এবং চোখের
সামনে মারা যাওয়া দেখে সে কিছুটা বির
ম্যাডামকে জিজ্ঞেস করলোঃ বাচানো যখন
যাবেই না তখন এত্তো সব যন্ত্রপাতি আর
নল বসানোর কি দরকার?
ম্যাডাম খুবই রাগী ছিলেন যার
কিংবদন্তী আজও সিএমসি র অনেকের
মুখে শোনা যায়
তিনি শান্ত ভাবেই জবাব দিলেন - আপনার
বাবা মারা যাওয়ার সময় মুখ
খুলে কি বলতে চেয়েছিলেন জানেন??
না তো, ছেলের ভ্যাবাচ্যাকা খেয়ে উত্তর
ম্যাডাম বললেন : উনি বলেছেন " এই
মানুষ গুলো আজরাইল এর হাত থেকে দেড়
দিন রক্ষা করছে শুধু কলিজার
টুকরো ছেলেকে এক নজর দেখার জন্য, আমার
সে ইচ্ছে পূরন হয়েছে ; পারলে এই
ডাক্তারদের একটা ধন্যবাদ দিও "
ছেলেটি ম্যাডামের এই উত্তর
শুনে এতোটাই কান্না করেছিল যে তাকেও
হসপিটালে ভর্তি রাখতে হয়
আমার এই স্মৃতিচারণ এই জন্য যখন
পত্রিকায় দেখলাম প্রেমিক
প্রেমিকা যুগলের আত্মহত্যা করার
চেষ্টায় পানিতে লাফ
দেয়া এবং ছেলেটির মৃত্যু
কয়েকটি অনুসিদ্ধান্ত :
1. Ashiqui 2 মুভি মুক্তির পর এই
পদ্ধতিতে মানে পানিতে ঝাপ,
কিংবা উপর হতে ঝাপ
দিয়ে আত্মহত্যা বেড়েছে
2. ছেলে এবং মেয়েদের মধ্য
হতে প্রথমে ছেলে ঝাপ
দিচ্ছে মানে ছেলেদের emotion
বেড়েছে এবং জীবনের দাম কমেছে
3.
ছেলে এবং মেয়ে দুজনে পানিতে পড়লো অথচ
ছেলেটি মারা গেল মানে ছেলেদের
জীবনী শক্তি হ্রাস পেয়ে "পুটি মাছের
প্রাণ " আর মেয়েদের " কই মাছের প্রাণ "
হচ্ছে
4. ইদানীং ক্লাস এইট হতে টেন পর্যন্ত
এই প্রবনতা বেড়েছে, তাদের ধর্মশিক্ষার
সাথে নৈতিক শিক্ষা যোগের সুফল
কি এটা?
5. বাবা মা এর আদরের মান
কি কমে গেছে নাকি প্রেমিকার
ভালবাসা এর মান
বেড়ে গেছে তা অ্যানালিটিক্যাল যন্ত্র
দিয়ে মাপার সময় এসেছে .
Written By .....
------------------------
Dr.Muhammed Jewel, CMC
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন