পেডিয়াট্রিক্স( শিশু) ওয়ার্ডে গেলেই এক অদ্ভূত ভালোলাগা অনুভূত হয়। পিচ্চি, কিউট, গোল্লু, টসটসে বাচ্চায় ওয়ার্ড ভর্তি। অন্যান্য ওয়...
পেডিয়াট্রিক্স( শিশু) ওয়ার্ডে গেলেই এক অদ্ভূত ভালোলাগা অনুভূত হয়।
পিচ্চি, কিউট, গোল্লু, টসটসে বাচ্চায় ওয়ার্ড ভর্তি। অন্যান্য ওয়ার্ডে যেতে ভাল না লাগলেও এই ওয়ার্ডটার প্রতি এক ধরনের ভালবাসা কাজ করে। তবে ২টি জিনিস আমাকে খুব আনন্দ দেয় -
পিচ্চি, কিউট, গোল্লু, টসটসে বাচ্চায় ওয়ার্ড ভর্তি। অন্যান্য ওয়ার্ডে যেতে ভাল না লাগলেও এই ওয়ার্ডটার প্রতি এক ধরনের ভালবাসা কাজ করে। তবে ২টি জিনিস আমাকে খুব আনন্দ দেয় -
১) বাচ্চাগুলোর মুখ নিঃসৃত আজব আজব বোলগুলো- আয়া, ব্যা, পিস, ল্যা, ম্যা, আম্ম্যা, আবুদ, মু, আয়্সা, সুস্যা, আবুস, আয়্লা..……
২) মানুষ ভালবাসার কাঙ্গাল, কিন্তু খুব কম মানুষ-ই তা পায়। পিউর লাভ জিনিসটা কোথাও না পাওয়া গেলেও এই ওয়ার্ডটিতে পাওয়া যায়। মায়েরা কি গভীর ভালোবাসায় অসুস্থ বাচ্চাগুলোর সেবা করে যায়। আর বাচ্চাগুলো সুস্থ হলে ফিক করে হেসে মায়েদের জানান দেয় যেন, " আম্মু, এতো চিন্তার কি আছে, তোমার বাবুতো ভালো হয়ে গিয়েছে" এরপর মা ও তার সন্তানের পরষ্পর ভালোবাসার যে দৃষ্টি বিনিময় তার গভীরতা মাপার সামর্থ্য কারো নেই।
বিঃদ্রঃ - মায়েরা তার সন্তানদের যে ভালবাসা, সেবা, আদর প্রদান করে তা হয়ত সন্তানদের ফিরিয়ে দেয়ার সামর্থ্য নেই। কিন্তু তার একভাগো কি সন্তানেরা দিতে পারে??
চিন্তার বিষয়!!!