DrSayed Sujon মেডিকেলে শব্দ বিভ্রাটঃ জনগনের ভুল ব্যাখ্যা মেডিকেলে ঢুকেই যখন "আইটেম সং" এর পরিবর্তে "আইটেম পরীক্ষা...
DrSayed Sujon
মেডিকেলে শব্দ বিভ্রাটঃ জনগনের ভুল ব্যাখ্যা
মেডিকেলে ঢুকেই যখন "আইটেম সং" এর পরিবর্তে "আইটেম পরীক্ষা" শুরু করছি সেই দিন থেকেই শব্দের ব্যাপারে খটকা শুরু । তারপর "কার্ড" শব্দ টাও কেমন যেন শুনাইলো। কার্ড তো খেলার জিনিস। সেটা আবার মেডিকেলে কি করে। আর “চটি” নামক মহা মূল্যবান শব্দ রক্ষিত ও হরহামেশাই প্রচলিত আছে মেডিকেল সাইন্সে। কেউ কিছু পড়া বুঝতে আইলে কয়- “ডেমো” খাইতে আইছি। কি একটা খাওয়ার জিনিস রে বাবা।
থার্ড ইয়ারে ওয়ার্ডে গিয়া শুনি রাউন্ড হইতেছে। তখন মাথায় ঢুকাইতে
পারি নাই, রোগী নিয়া লাফঝাপের নাম কেমনে “রাউন্ড” হইলো। ওটি গিয়া শুনি
স্যার একজনরে কইতাছে “ তুমি কি স্টেরাইল”? ইচ্ছা করছিল , আমি উত্তরটা দিয়া
দেই- “ স্যার যত দিন টেস্টিস আর ওভারী জিন্দা আছে ততদন আমাগো কেউ স্টেরাইল বানাইতে পারবো না”- পরে শুনি স্টেরাইল মানে পরিষ্কার কিনা সেইটা জানতে চাইছে।
মেডিকেলে সবচেয়ে বড় শব্দ বিভ্রাট হইলো- কোনো রোগ ধরা পড়া মানেই সেটা “
পজিটিভ” -
কিন্তু সাড়া জীবন শুইনা আসছি – যা খারাপ তা নেগেটিভ। কিন্তু মেডিকেলে আইসা দেখি খারাপ খারাপ রোগ গুলা থাকলেই বলে –পজিটিভ। এক রোগীর লোক ম্যালিগন্যান্ট সেল পজিটিভ দেখে খুশি হয়ে গেছে। মনে করছে – রোগীর রোগ বুঝি ভালোর দিকে। রিপোর্ট পজিটিভ ইঙ্গিত দিচ্ছে। পরে যখন শুনলো পজিটিভ মানে ক্যান্সার ধরা পড়ছে, তখন তার কি অবস্থা চিন্তা করেন।
তাই মেডিকেলে rule হল- “ ডিজেজ পজিটিভ হলে নেগেটিভ কাউন্সিলিং করো”।
যদিও এই রকম হাজার বিভ্রাটের মধ্যে দিয়া দিন পাড় করতে করতে এক সময় নিজেরাই অভ্যস্ত হয়ে পড়ি।
এইবার আসি আসল কাহিনী তে। আমাদের মেডিকেল ডাক্তার দের মতো সাধারন জনগন যদি এই রকম উলটা শব্দ ব্যবহার করা শুরু করে তাহলে কেমন লাগে। সেদিন এক রোগীর লোক আমার রুমে আইসা বলতেছে- স্যার, তাড়াতাড়ি আসেন। আমার রোগীর সিরিয়াস অবস্থা। এক্কারে পুরা নরমাল হইয়া গেছে। আমি কইলাম- নরমাল তো ভাল। পরে যাইয়া রোগীর অবস্থা আসলেই খারাপ। ঐ লোকটা "এবনরমাল" বলতে গিয়া "নরমাল" বইলা ফালাইছে।
কিন্তু সাড়া জীবন শুইনা আসছি – যা খারাপ তা নেগেটিভ। কিন্তু মেডিকেলে আইসা দেখি খারাপ খারাপ রোগ গুলা থাকলেই বলে –পজিটিভ। এক রোগীর লোক ম্যালিগন্যান্ট সেল পজিটিভ দেখে খুশি হয়ে গেছে। মনে করছে – রোগীর রোগ বুঝি ভালোর দিকে। রিপোর্ট পজিটিভ ইঙ্গিত দিচ্ছে। পরে যখন শুনলো পজিটিভ মানে ক্যান্সার ধরা পড়ছে, তখন তার কি অবস্থা চিন্তা করেন।
তাই মেডিকেলে rule হল- “ ডিজেজ পজিটিভ হলে নেগেটিভ কাউন্সিলিং করো”।
যদিও এই রকম হাজার বিভ্রাটের মধ্যে দিয়া দিন পাড় করতে করতে এক সময় নিজেরাই অভ্যস্ত হয়ে পড়ি।
এইবার আসি আসল কাহিনী তে। আমাদের মেডিকেল ডাক্তার দের মতো সাধারন জনগন যদি এই রকম উলটা শব্দ ব্যবহার করা শুরু করে তাহলে কেমন লাগে। সেদিন এক রোগীর লোক আমার রুমে আইসা বলতেছে- স্যার, তাড়াতাড়ি আসেন। আমার রোগীর সিরিয়াস অবস্থা। এক্কারে পুরা নরমাল হইয়া গেছে। আমি কইলাম- নরমাল তো ভাল। পরে যাইয়া রোগীর অবস্থা আসলেই খারাপ। ঐ লোকটা "এবনরমাল" বলতে গিয়া "নরমাল" বইলা ফালাইছে।
