কলেজটা কেমন জানি পর পর হয়ে গেছে! ক্লাস টাইমে কোন ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে গেলে "অতিথি পাখি" মনে হয় নিজেকে আজ দুপুর টাইমে...
কলেজটা কেমন জানি পর পর হয়ে গেছে!
ক্লাস টাইমে কোন ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে গেলে "অতিথি পাখি" মনে হয় নিজেকে
আজ দুপুর টাইমে কলেজে গিয়ে দেখি একদল মেয়ে গলায় নেমপ্লেট ঝুলিয়ে ভয় ভয় ভাব নিয়ে হেঁটে যাচ্ছে ৷ নেমপ্লেটে বড় করে নিজের রোল লেখা৷
মনে মনে ভাবলাম, ক্যাম্পাসে কি এখন সবাইকে নেমপ্লেট গলায় দিয়ে ঘুরতে হচ্ছে!! কি ভয়াবহ অবস্থা
পরক্ষণেই পাঁচ বছর আগের ধূসর স্মৃতি মনে পড়ে গেলো ৷ এমনি এক জানুয়ারি মাসে আমরাও স্যার ম্যাডামদের কড়া নির্দেশে গলায় নেমপ্লেট ঝুলিয়ে আগন্তুকের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতাম ৷ মনে মনে 'কি সম্মান!', গায়ে এ্যাপ্রন, গলায় নেমপ্লেট!
ক্লাস টাইমে কোন ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে গেলে "অতিথি পাখি" মনে হয় নিজেকে
আজ দুপুর টাইমে কলেজে গিয়ে দেখি একদল মেয়ে গলায় নেমপ্লেট ঝুলিয়ে ভয় ভয় ভাব নিয়ে হেঁটে যাচ্ছে ৷ নেমপ্লেটে বড় করে নিজের রোল লেখা৷
মনে মনে ভাবলাম, ক্যাম্পাসে কি এখন সবাইকে নেমপ্লেট গলায় দিয়ে ঘুরতে হচ্ছে!! কি ভয়াবহ অবস্থা
পরক্ষণেই পাঁচ বছর আগের ধূসর স্মৃতি মনে পড়ে গেলো ৷ এমনি এক জানুয়ারি মাসে আমরাও স্যার ম্যাডামদের কড়া নির্দেশে গলায় নেমপ্লেট ঝুলিয়ে আগন্তুকের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতাম ৷ মনে মনে 'কি সম্মান!', গায়ে এ্যাপ্রন, গলায় নেমপ্লেট!
তবে সে অনুভূতি দু সপ্তাহের বেশি স্থায়ী হয় নাই ৷ ব্যাচের মেয়েদের গলায় তা অবশ্য মাসের পর মাস শোভা পেতো
অফটপিকঃ নতুন ব্যাচ আসলে ইন্টার্ন থেকে শুরু করে সদ্য সেকেন্ড ইয়ার পর্যন্ত সকলেই চাইয়া থাকে, আহা, এ ব্যাচে বুঝি সব পরী ভর্তি হবে! তবে প্রতি বছরই সিনিয়র বড় ভাইয়েরা আশাহত হয়, আর পরের বছরের জন্য আবার অপেক্ষা শুরু করে
আর এভাবেই একদিন তারা বিদায় নেয় ক্যাম্পাস থেকে! গার্লফ্রেন্ড আর কপালে জুটে না (দু-একজন সৌভাগ্যবান ছাড়া )৷৷
ফার্স্ট ইয়ারের কোন সুন্দরী মেয়েকে একবার দেখে ভালো লেগে গেলে পুনরায় তাকে খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার হয়ে যায় ৷ এজন্য আমার দেওয়া একটা টিপস কাজে লাগাতে পারেন- "মুখ থেকে চোখটি নামিয়ে বুকের দিকে তাকান!!
.
.
.
আরে ঐখানে তার রোল নাম্বার লেখা ৷ পরে খুঁজে পেতে সুবিধা হবে
লেখা - মুবাশ্বির হাসান লিমন
অফটপিকঃ নতুন ব্যাচ আসলে ইন্টার্ন থেকে শুরু করে সদ্য সেকেন্ড ইয়ার পর্যন্ত সকলেই চাইয়া থাকে, আহা, এ ব্যাচে বুঝি সব পরী ভর্তি হবে! তবে প্রতি বছরই সিনিয়র বড় ভাইয়েরা আশাহত হয়, আর পরের বছরের জন্য আবার অপেক্ষা শুরু করে
আর এভাবেই একদিন তারা বিদায় নেয় ক্যাম্পাস থেকে! গার্লফ্রেন্ড আর কপালে জুটে না (দু-একজন সৌভাগ্যবান ছাড়া )৷৷
ফার্স্ট ইয়ারের কোন সুন্দরী মেয়েকে একবার দেখে ভালো লেগে গেলে পুনরায় তাকে খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার হয়ে যায় ৷ এজন্য আমার দেওয়া একটা টিপস কাজে লাগাতে পারেন- "মুখ থেকে চোখটি নামিয়ে বুকের দিকে তাকান!!
.
.
.
আরে ঐখানে তার রোল নাম্বার লেখা ৷ পরে খুঁজে পেতে সুবিধা হবে
লেখা - মুবাশ্বির হাসান লিমন