তোমরা যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছো ...... মেডিকেলের সিলেবাস নি:সন্দেহে দুনিয়ার সবচেয়ে কঠিন সিলেবাস।আর প্রাইভেট মেডিকেলে ভর্তি হয...
তোমরা যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছো ......
মেডিকেলের সিলেবাস নি:সন্দেহে দুনিয়ার সবচেয়ে কঠিন সিলেবাস।আর প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছো বলে তোমার জন্য কোন প্রকার ছাড়ের ব্যবস্থা নাই এখানে।
সরকারী মেডিকেলের স্টুডেন্টদেরকেও আইটেম, কার্ড, টার্ম ক্লিয়ার করে প্রফে বসতে হবে তোমাদের ক্ষেত্রেও তাই।
প্রফের সময় তোমার মেডিকেলের টিচাররা সরকারী মেডিকেলের স্টুডেন্টদের ভাইভা নিবে অন্যদিকে সরকারী মেডিকেলের টিচাররা তোমাদের ভাইভা নিবে;কেও কাউকে এতটুকু ছাড় দিতে বাধ্য না।
আর বাঁশের কথা কি বলবো, প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছো বলে তোমার অনেক নিকটাত্মীয়ও তোমাকে নানাভাবে ছোট করার অপচেষ্টা চালাবে। তোমার অনেক কাছের বন্ধুও কটুকথা শুনাতে দ্বীধাবোধ করবে না।
(তবু সবাই এক না)
Who Cares??
নিজের সিদ্বান্ত ও বাবা-মার সিদ্বান্তকে শ্রদ্ধা জানাও। কেউ তোমার, তোমার বাবা-মার স্বপ্নে বাধার সৃষ্টি করলে; তাই বলেতো তুমি স্বপ্ন দেখা ছেড়ে দিতে পারোনা।
নিজের উপর বিশ্বাস রাখো,জানি তুমি পারবেই।
"যদি লক্ষ্যে থাকে অটুট বিশ্বাস হৃদয়ে তবে হবেই হবে দেখা হবে বিজয়ে "
Best of luck
লিখেছেন--- Mahfujur Rahman Himel
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন