মেডিকেলে এসেছে নতুন ব্যাচ। ক্লাস,আইটেমও শুরু হয়েছে কিছু কিছু মেডিকেলে। এখন নতুনদের ক্ষেত্রে যা যা ঘটবেঃ --- ১.প্রথম আইটেম টা যতটা সম...
মেডিকেলে এসেছে নতুন ব্যাচ।
ক্লাস,আইটেমও শুরু হয়েছে কিছু কিছু মেডিকেলে।
এখন নতুনদের ক্ষেত্রে যা যা ঘটবেঃ ---
১.প্রথম আইটেম টা যতটা সম্ভব ভাল করে পড়বে যেন আইটেমে সর্বোচ্চ মার্ক সেই পায়।
২.প্রথম আইটেমের আগের রাতে বাসায় ফোন করে দোয়া চাইবে যেন আইটেম ভাল হয়।এই দোয়া চাওয়া বেশ কিছু আইটেমে অব্যাহত থাকবে।
৩.আইটেমে কে কত পাচ্ছে তা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং মার্কের দিক দিয়ে তার অবস্থান কততম তা হিসেব করবে এবং ভাল হলে ক্লাস শেষ হলেই বাসায় ফোন দিয়ে জানাবে।
৪.মার্ক কম পেয়ে কোনভাবে পাশ করলে ব্যাপক মন খারাপ করবে এবং সামনের আইটেমে ভাল মার্কের আশায় আরো বেশি বেশি পড়বে।
৫.Terminology পরীক্ষায় কারা ১ম,২য় ও ৩য় হলো সবাই তাদের খোঁজ করবে।
আর স্থানদখলকারীরা নিজেদেরকে হিরো-হিরোইন মনে করবে...
৬.প্রথম আইটেমে কেউ ফেল করবে সে চরম হতাশায় ভুগবে আর ভাববে যে,তাকে দ্বারা কিছুই হবে না।সে কখনো পাশ করতে পারবে না...
৭.আইটেম শেষে আইটেমে কে কত পেল তা একে-অপরকে জিজ্ঞেস করবে।
যে বেশি পাবে সে খুশি হবে আর যে কম পাবে সে একটু মন খারাপ করবে।
৮.আইটেমে স্যার তাকে কঠিন প্রশ্ন. করেছেন এবং অন্যদেরকে সহজ প্রশ্ন করেছেন এমন কথাও শোনা যাবে অনেকেরই মুখে।
সোজা কথায় বলতে গেলে,কার্ড পরীক্ষা না আসা পর্যন্ত ডিপার্টমেন্ট ও হোস্টেলে আইটেম-আইটেম আওয়াজ বিরাজ করবে...
দেখে ও শুনে মনে হবে যে,
"জীবন যেন আইটেম-ময়"...
প্রথম প্রথম সবাই এমন করে,সময়ের আবর্তনে পরিবর্তন হয়ে যায়।
তোমরা পারবে,অবশ্যই পারবে।
দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে,এটাই সবার কামনা।
সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা..
Abdullah Ashique
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন
ক্লাস,আইটেমও শুরু হয়েছে কিছু কিছু মেডিকেলে।
এখন নতুনদের ক্ষেত্রে যা যা ঘটবেঃ ---
১.প্রথম আইটেম টা যতটা সম্ভব ভাল করে পড়বে যেন আইটেমে সর্বোচ্চ মার্ক সেই পায়।
২.প্রথম আইটেমের আগের রাতে বাসায় ফোন করে দোয়া চাইবে যেন আইটেম ভাল হয়।এই দোয়া চাওয়া বেশ কিছু আইটেমে অব্যাহত থাকবে।
৩.আইটেমে কে কত পাচ্ছে তা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং মার্কের দিক দিয়ে তার অবস্থান কততম তা হিসেব করবে এবং ভাল হলে ক্লাস শেষ হলেই বাসায় ফোন দিয়ে জানাবে।
৪.মার্ক কম পেয়ে কোনভাবে পাশ করলে ব্যাপক মন খারাপ করবে এবং সামনের আইটেমে ভাল মার্কের আশায় আরো বেশি বেশি পড়বে।
৫.Terminology পরীক্ষায় কারা ১ম,২য় ও ৩য় হলো সবাই তাদের খোঁজ করবে।
আর স্থানদখলকারীরা নিজেদেরকে হিরো-হিরোইন মনে করবে...
৬.প্রথম আইটেমে কেউ ফেল করবে সে চরম হতাশায় ভুগবে আর ভাববে যে,তাকে দ্বারা কিছুই হবে না।সে কখনো পাশ করতে পারবে না...
৭.আইটেম শেষে আইটেমে কে কত পেল তা একে-অপরকে জিজ্ঞেস করবে।
যে বেশি পাবে সে খুশি হবে আর যে কম পাবে সে একটু মন খারাপ করবে।
৮.আইটেমে স্যার তাকে কঠিন প্রশ্ন. করেছেন এবং অন্যদেরকে সহজ প্রশ্ন করেছেন এমন কথাও শোনা যাবে অনেকেরই মুখে।
সোজা কথায় বলতে গেলে,কার্ড পরীক্ষা না আসা পর্যন্ত ডিপার্টমেন্ট ও হোস্টেলে আইটেম-আইটেম আওয়াজ বিরাজ করবে...
দেখে ও শুনে মনে হবে যে,
"জীবন যেন আইটেম-ময়"...
প্রথম প্রথম সবাই এমন করে,সময়ের আবর্তনে পরিবর্তন হয়ে যায়।
তোমরা পারবে,অবশ্যই পারবে।
দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে,এটাই সবার কামনা।
সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা..
Abdullah Ashique
<< ফেসবুকে আপডেট জানতে মেডিকেল লাইফ
ফ্যান পেজ এ গেট নোটিফিকেশনে ক্লিক দিয়ে রাখুন >>
মেডিকেল লাইফ ফ্যান পেজ দেখতে নীচের ছবিতে ক্লিক করুন